হিসাববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ক ও খ দুজন অংশীদার। প্রতি মাসের শেষ তারিখে ১,০০০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদ ১০%।

৫৯. প্রত্যেকের বার্ষিক উত্তোলনের পরিমাণ কত টাকা?

ক. ১,০০০ খ, ৫,৫০০০

গ. ১১,০০০ ঘ. ১২,০০০

৬০. উত্তোলনের সুদ ও উত্তোলন দেখানো হয়—

i. লাভ–লোকসান আবণ্টন হিসাব

ii. অংশীদারদের মূলধন হিসাবে

iii. ঋণ হিসাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬১. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় কত সালের আইন দ্বারা?

ক. ১৮৩২ সালের খ. ১৯৩২ সালের

গ. ১৯৯১ সালের ঘ. ১৯৯৪ সালের

৬২. কোন ব্যবসায় আইনগত পৃথক ও স্বাধীন সত্তা নেই?

ক. কোম্পানি খ. সমবায়

গ. রাষ্ট্রীয় কারবার ঘ. অংশীদারি

৬৩. একমালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?

ক. ব্যক্তিসামর্থ্যের সীমাবদ্ধতা

খ. পৃথকসত্তার অভাব

গ. অসীম দায়

ঘ. স্থায়িত্বের অভাব

৬৪. অংশীদারি ব্যবসায়ের দায়–দেনা কেমন?

ক. সীমাবদ্ধ

খ. অসীম

গ. লাভ–ক্ষতি অংশ দ্বারা সীমাবদ্ধ

ঘ. মূলধন দ্বারা সীমাবদ্ধ

আরও পড়ুন

৬৫. অংশীদারি ব্যবসায় পরিচালনা করে কে?

ক. অংশীদার খ. ব্যবস্থাপক

গ. পরিচালক ঘ. পরিচালনা পর্ষদ

৬৬. অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ?

ক. সমবায় সমিতি খ. কোম্পানি

গ. একমালিকানা ঘ. রাষ্ট্রীয়

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫৯.ঘ ৬০.ক ৬১.খ ৬২.ঘ ৬৩.ক ৬৪.খ ৬৫.ক ৬৬.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন