দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ধ্বনিতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

ধ্বনিতত্ত্ব

১১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ৩টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

১২. বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে?

ক. ১১টি খ. ৩৯টি

গ. ৪৯টি ঘ. ৫০টি

১৩. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

ক. ১৩টি খ. ১১টি

গ. ২৯টি ঘ. ৩৯টি

১৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. আ-কার খ. ই-কার

গ. ঈ-কার ঘ. কার

১৫. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?

ক. ফলা খ. কার

গ. রেখা ঘ. যুক্তবর্ণ

১৬. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

ক. কার খ. ফলা

গ. মাত্রা ঘ. কষি

১৭. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

ক. ৬টি খ. ৮টি

গ. ১০টি ঘ. ১৮টি

১৮. শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?

ক. ঠোঁট খ. ফুসফুস

গ. দাঁত ঘ. জিহ্বা

১৯. প-বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?

ক. কণ্ঠধ্বনি খ. তালব্য ধ্বনি

গ. মূর্ধন্য ধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি

২০. এক অক্ষরবিশিষ্ট শব্দ সব সময় কেমন ধরনের হয়?

ক. হ্রস্ব হয় খ. দীর্ঘ হয়

গ. হ্রস্ব হয় না ঘ. দীর্ঘ হয় না

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ঘ ২০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)