এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৫১. মৌসুম শব্দের অর্থ কী?

ক. ঝড় খ. ঋতু

গ. টর্নেডো ঘ. আকাশ

৫২. বিশ্ব উষ্ণায়নের কারণ—

i. CFC

ii. CO₂

iii. N₂O

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো—

i. অধিক তাপ ও বৃষ্টিপাত

ii. সারা বছর লম্বভাবে কিরণ

iii. বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. বাংলাদেশে জলবায়ু ভিন্নতার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়—

i. দক্ষিণ-পূর্বাঞ্চলে

ii. উত্তর-পূর্বাঞ্চলে

iii. উত্তর-পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

৫৫. আফ্রিকার কঙ্গো অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?

ক. নিরক্ষীয়

খ. মৌসুমি

গ. ভূমধ্যসাগরীয়

ঘ. নাতিশীতোষ্ণ

৫৬. বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু শ্রেণির অন্তর্গত?

ক. নিরক্ষীয়

খ. ক্রান্তীয় মৌসুমি

গ. ভূমধ্যসাগরীয়

ঘ. মেরু

৫৭. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য নয় কোনটি?

ক. চিরস্থায়ী নিম্নচাপ বলয় বিদ্যমান

খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়

গ. ঋতুর পরিবর্তন হয়

ঘ. অতিরিক্ত আর্দ্রতা বিরাজ করে

৫৮. ভূমধ্যসাগরীয় জলবায়ু হতে পারে যে অক্ষাংশে—

ক. ৫° খ. ৩০°

গ. ৫০° ঘ. ৭০°

উদ্দীপকের আলোকে ৫৯ থেকে ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দেশের নাম = [i. বাংলাদেশ, ii. মালয়েশিয়া, iii. মিসর, iv. নরওয়ে ]

৫৯. বিশ্ব উষ্ণায়নের ফলে লাভবান হবে কোন দেশ?

ক. iv নম্বর খ. iii নম্বর

গ. ii নম্বর ঘ. i নম্বর

৬০. কত নম্বর দেশের জলবায়ু সবচেয়ে আরামদায়ক?

ক. i খ. ii

গ. iii ঘ. iv

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৫১.খ ৫২.ঘ ৫৩.ক ৫৪ গ ৫৫.ক ৫৬.খ ৫৭.গ ৫৮.খ ৫৯.ক ৬০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)