শিক্ষক ক্লাসে নিজের অভিজ্ঞতা থেকে দৈনন্দিন জীবনে প্রযুক্তিবিষয়ক সমস্যা নিয়ে একটি গল্প বললেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া রফিকের বর্তমান বয়স ১০ বছর। সে তার বাবার সঙ্গে গতকাল স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিল। খেলা দেখার জন্য সময়মতো বাসা থেকে রওনা দিলেও যথাসময়ে পৌঁছাতে পারেনি। খেলা দেখে আসার সময় আগেরবারের মতোই দোকান থেকে একটি কুকুর কিনে আনে। সঙ্গে কিছু খাবারও নিয়ে আসে।
সারণি ১.২–এ শ্রেণিকক্ষের সবাই মিলে ‘কী তথ্য প্রয়োজন’ ‘তথ্যের উত্স’—এই দুটি ঘর পূরণ করবে।
উপরিউক্ত ছকের প্রশ্ন থেকে উত্তরের পাশাপাশি তথ্যের প্রয়োজনীয়তা জানতে পারবে।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক,মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা