বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো

১. প্রশ্ন: বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উত্পাদন করতে _____।

উত্তর: বর্তমানে আমরা সবার জন্য খাদ্য উত্পাদন করতে সক্ষম।

২. প্রশ্ন: অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে _____জমির পরিমাণ কমে যাচ্ছে।

উত্তর: অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।

৩. প্রশ্ন: মানুষের _____চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র।

উত্তর: মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র।

৪. প্রশ্ন: উপযুক্ত _____না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না।

উত্তর: উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না।

৫. প্রশ্ন: জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় _____লাখ মানুষ গৃহহীন।

উত্তর: জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন।

আরও পড়ুন

৬. প্রশ্ন: প্রতিবছর প্রায় _____মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে।

উত্তর: প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে।

৭. প্রশ্ন: সবার জন্য বাসস্থান নিশ্চিত করা _____জন্য অনেক কঠিন।

উত্তর: সবার জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন।

৮. প্রশ্ন: নিরাপত্তা আর কাজের খোঁজে এসব গৃহহীন মানুষ _____চলে আসছে।

উত্তর: নিরাপত্তা আর কাজের খোঁজে এসব গৃহহীন মানুষ শহরে চলে আসছে।

৯. প্রশ্ন: শহরে আসা ছিন্নমূল মানুষেরা _____অবস্থায় বসবাস করছে।

উত্তর: শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।

১০. প্রশ্ন: সমাজের অগ্রগতিতে _____অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর: সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

আরও পড়ুন