এসএসসি ২০২৪ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১১. আইনের অনুশাসন কয়টি ধারণা প্রকাশ করে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১২. বাংলাদেশে তথ্য অধিকার আইন কবে জারি করা হয়?

ক. ৫ এপ্রিল ২০০৮

খ. ৯ এপ্রিল ২০০৮

গ. ৫ এপ্রিল ২০০৯

ঘ. ৫ এপ্রিল ২০১০

১৩. আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন কে?

ক. উড্রো উইলসন

খ. টি এইচ গ্রিন

গ. আর এম ম্যাকাইভার

ঘ. গার্নার

১৪. বাল্যবিবাহ রোধ করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?

ক. ঐচ্ছিক কাজ

খ. মুখ্য কাজ

গ. অর্থনৈতিক কাজ

ঘ. সামাজিক কাজ

১৫. রাষ্ট্রের ঐচ্ছিক কাজের পরিধি ব্যাপকতর হচ্ছে কেন?

ক. রাষ্ট্রের প্রয়োজনে

খ. দলের প্রয়োজনে

গ. সরকারের প্রয়োজনে

ঘ. জনগণের প্রয়োজনে

১৬. তথ্য কমিশন গঠনের ফলে কী হবে?

ক. সবাই সব ধরনের তথ্য পাবে

খ. প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে

গ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার বাড়বে

ঘ. যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে

১৭. রাষ্ট্র কীভাবে শাসনতন্ত্র কায়েম করে?

ক. দুর্নীতি দমনের মাধ্যমে

খ. আইন প্রয়োগের মাধ্যমে

গ. পুলিশের মাধ্যমে

ঘ. সরকার গঠনের মাধ্যমে

১৮. মানুষ আইনকানুন মেনে চলে কেন?

ক. বাধ্য করা হয় বলে

খ. শাস্তি পাওয়ার ভয়ে

গ. সর্বজনীন কল্যাণ নিহিত বলে

ঘ. আদর্শ নাগরিক হওয়ার জন্য

১৯. করিম তার বন্ধুর প্রেরণায় রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে অনুপ্রাণিত হয়। এখানে করিমের মধ্যে কোন বিষয়টি কাজ করেছে?

ক. বুদ্ধিমত্তা খ. জ্ঞান

গ. সচেতনতা ঘ. বিবেক

২০. রাষ্ট্রের মৌলিক কাজ—

i. আইন প্রণয়ন ii. আইনের শাসন

iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.গ ১৯.ঘ ২০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা