দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

৭১. জাতীয় স্মৃতিসৌধ বাঙালির—

i. অহংকারের প্রতীক

ii. গৌরবের প্রতীক

iii. মর্যাদার প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা যে মাধ্যমে প্রচারিত হয়—

i. ট্রান্সমিটার

ii. টেলিগ্রাম

iii. টেলিপ্রিন্টার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. ‘মুজিবনগর সরকার’ গঠনের উদ্দেশ্য ছিল—

i. মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করা

ii. শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা

iii. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করে—

i. গণহত্যার সময় নীরব থেকে

ii. যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে

iii. শরণার্থীদের আশ্রয় দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৫. নিউইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত—

i. পণ্ডিত রবিশংকর

ii. জর্জ হ্যারিসন

iii. বব ডিলান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৬. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. মঈনুল হোসেন

খ. সৈয়দ আবদুল্লাহ খালিদ

গ. কামরুল হাসান

ঘ. তানভীর করিম

৭৭. মুজিবনগর সরকারের বিশেষ দূত নিয়োগ করা হয় কাকে?

ক. তাজউদ্দীন আহমদকে

খ. সৈয়দ নজরুল ইসলামকে

গ. আবু সাঈদ চৌধুরীকে

ঘ. এম মনজুরকে

৭৮. মুজিবনগর সরকারের ব্রিগেড ফোর্স ছিল কয়টি?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

৭৯. মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশকে মোট কতটি সেক্টরে বিভক্ত করা হয়?

ক. ১০ খ. ১১

গ. ১২ ঘ. ১৩

৮০. মুজিবনগরের আগের নাম কী ছিল?

ক. মেহেরনগর খ. মেহেরপুর

গ. বৈদ্যনাথতলা ঘ. কুষ্টিয়া

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৭১.ঘ ৭২.ঘ ৭৩.ঘ ৭৪.গ ৭৫.ঘ ৭৬.ক ৭৭.গ ৭৮.ক ৭৯.খ ৮০.গ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)