এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬১. সংশ্লিষ্ট পক্ষকে ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত করতে কয়টি বিবরণী প্রস্তুত করা হয়?

ক. ২টি বিবরণী খ. ৩টি বিবরণী

গ. ৪টি বিবরণী ঘ. ৫টি বিবরণী

৬২. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কোনটি?

ক. বেতন প্রদান

খ. আসবাবের ক্রয়

গ. পণ্য তৈরির গবেষণা ব্যয়

ঘ. ভাড়া প্রদান

৬৩. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়—

i. অধিক বিজ্ঞাপন

ii. প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়

iii. পণ্যের গবেষণা ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. যে বিবরণীতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন প্রকাশিত হয় তাকে কী বলে?

ক. হিসাব খ. খতিয়ান

গ. নগদান বই ঘ. জাবেদা

৬৫. আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার?

ক. ৩ প্রকার খ. ৪ প্রকার

গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার

নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রেজা তার প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করার পর অতিরিক্ত অর্থ দ্বারা একটি স্বনামধন্য কোম্পানির শেয়ার ক্রয় করলেন। আরও অর্থ থাকায় ১০ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন।

৬৬. উদ্দীপকে উল্লিখিত লেনদেন নিচের কোন হিসাবকে নির্দেশ করে?

ক. ঋণ হিসাব খ. বিনিয়োগ হিসাব

গ. প্রাপ্য হিসাব ঘ. মূলধন হিসাব

৬৭. ‘অগ্রিম শিক্ষানবিশ সেলামি’ ব্যবসায়ের কী হিসাবে ব্যবহৃত হয়?

ক. দায় খ. মুনাফা

গ. সম্পদ ঘ. ব্যয়

৬৮. হিসাব প্রস্তুতের জন্য কয় ধরনের ছক ব্যবহৃত হয়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৬৯. বাস্তব ক্ষেত্রে হিসাবে বিভিন্ন ছকের মধ্যে বিশেষ প্রচলিত—

ক. চলমান জের ছক

খ. স্থায়ী জের ছক

গ. ‘T’ ছক

ঘ. আয় ও দায় বৃদ্ধি

৭০. হিসাবের কোন ছক প্রতিনিয়ত জের নির্ণয় করে?

ক. T ছক খ. আধুনিক ছক

গ. M ছক ঘ. চলমান জের ছক

সঠিক উত্তর: ৬১.খ ৬২.গ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.গ ৬৬.খ ৬৭.ক ৬৮.ক ৬৯.গ ৭০.ঘ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)