রোববার, ২৬ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি

পড়াশোনা ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১৫: ১১

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করবে। যারা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২১ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/ মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারাই নিচের শর্তসাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবে।

শর্তাবলি:

১. সিএমইটির ডেটাবেইসের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান।

২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ: ১. এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

  • আবেদনের প্রক্রিয়া: সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • অনলাইনে আবেদনের লিংক: stipen.wewb.gov.bd/stipend

  • অনলাইনে আবেদনের সময়সীমা: ১ মার্চ হতে ১৫ এপ্রিল পর্যন্ত।

  • শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

  • বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: wewb.gov.bd

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • নবম ওয়েজ বোর্ড
  • প্রবাসী শ্রমিক
  • প্রবাসী আয়
  • বৃত্তি
  • পড়াশোনা: নোটিশ বোর্ড
  • নোটিশ ও অন্যান্য
  • মেধাবী
  • শিক্ষাবৃত্তি
  • শিক্ষা
  • পড়াশোনা
  • প্রবাসী
মন্তব্য করুন