[প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রয়োজনের কথা ভেবে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের Four Friends লেসনটি ধারাবাহিকভাবে দেওয়া হলো। এ লেসনটি মনোযোগ দিয়ে পড়বে]
Four Friends
When they all went home, everyone felt a little sad. Such a wonderful Puja was ending—of course, they were sad! That night Anti asked her mother, ‘Mother, Sadib had such a lovely Eid and Nandini had a beautiful Puja. How come we don’t have anything?’ Mother raised her eyebrows, ‘What do you mean, we don’t have anything? Don’t you remember? A few weeks ago we had our Buddhist Purnima, we all went to the temple and lit the lamps and prayed together!’
সবাই যখন বাড়ি চলে গেল, তখন সবারই একটু মন খারাপ হলো। এত সুন্দর একটা পূজা শেষ হয়ে যাচ্ছিল বলে নিশ্চয়ই ওদের মন খারাপ! সেই রাতে অন্তি তার মাকে জিজ্ঞেস করল, ‘মা, সাদিবের ঈদ এত সুন্দর ছিল এবং নন্দিনীর একটি সুন্দর পূজা ছিল। আমাদের কিছু নেই কেন?’ মা দ্বিমত এবং সন্দেহ প্রকাশ করল, ‘তুমি কী বলতে চাইছ? আমাদের কিছু নেই? মনে পড়ে না? কয়েক সপ্তাহ আগে আমাদের বুদ্ধপূর্ণিমা ছিল, আমরা সবাই মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে একসঙ্গে প্রার্থনা করলাম!’
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা