এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

৫১. অবচয় ব্যবস্থা কার্যকরী না হলে উদ্বৃত্তপত্রে স্থায়ী সম্পত্তি প্রকৃত মূল্য অপেক্ষা—

ক. কম মূল্য প্রদর্শিত হবে

খ. বেশি মূল্য প্রদর্শিত হবে

গ. আগের মূল্যই প্রদর্শিত হবে

ঘ. বিক্রয়মূল্য প্রদর্শন করা হবে

৫২. হিসাবরক্ষক জমির ওপর অবচয় ধার্য করেন না কেন?

ক. জমির মূল্য সাধারণত বৃদ্ধি পায়

খ. জমি ও দালানকোঠা প্রায়ই এক থাকে

গ. প্রকৃতপক্ষে জমির কোনো ব্যবহার হয় না

ঘ. জমির অবচয় ধার্য করার কোন সূত্র বা পদ্ধতি নেই

৫৩. আয়কর আইন অনুযায়ী আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ অবচয় ভাতা কী করে?

ক. কম ধার্য করে থাকে

খ. বেশি ধার্য করে থাকে

গ. মঞ্জুর করে থাকে

ঘ. প্রদান করে থাকে

৫৪. মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবিলায় কোন পদ্ধতি সুবিধাজনক?

ক. অবচয় ভান্ডার পদ্ধতি

খ. পুনঃস্থাপন পদ্ধতি

গ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

ঘ. বিমা কিস্তি পদ্ধতি

৫৫. যেসব সম্পত্তির আয়ুষ্কাল পূর্ব থেকে অনুমান করা যায় না, সেসব সম্পত্তির অবচয় নির্ণয়ের জন্য কোন পদ্ধতিটি বিশেষ উপযোগী?

ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতি

খ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

গ. স্থির কিস্তি

ঘ. বিমা কিস্তি পদ্ধতি

৫৬. যেসব সম্পত্তির আয়ুষ্কাল বেশি সে সকল সম্পত্তির ক্ষেত্রে কোনো প্রকার অবচয় নির্ণয়ের পদ্ধতি বিশেষ উপযোগী-

ক. স্থির কিস্তি পদ্ধতি

খ. ক্রমহ্রাসমান পদ্ধতি

গ. বার্ষিক সমকিস্তি পদ্ধতি

ঘ. বিমা কিস্তি পদ্ধতি

৫৭. কোন পদ্ধতি মোতাবেক সম্পত্তির কোনো ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না?

ক. বার্ষিক সমকিস্তি পদ্ধতি

খ. স্থির কিস্তি পদ্ধতি

গ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

ঘ. বাৎসরিক মূল্য

৫৮. সাধারণত কোন প্রকার সম্পত্তির ওপর স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়?

ক. যেসব সম্পত্তির আয়ুষ্কাল অধিক

খ. যে সম্পত্তি প্রতিবছর সমান হারে সেবা দেয়

গ. যেসব সম্পত্তির মূল্য অধিক

ঘ. যেসব সম্পত্তির আয়ুষ্কাল কম

৫৯. কোন পদ্ধতির অধীনে প্রতিবছর একই পরিমাণ অবচয় ধার্য করা হয়?

ক. বার্ষিক সমকিস্তি পদ্ধতি

খ. স্থির কিস্তি পদ্ধতি

গ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

ঘ. অবচয় ভান্ডার পদ্ধতি

৬০. আর্থিক বছরে সম্পত্তির প্রারম্ভিক জের থেকে অবচয় বিয়োগ করে সমাপনী জের নির্ণয় করা হয় কোন পদ্ধতি মোতাবেক?

ক. স্থির কিস্তি পদ্ধতি

খ. ক্রমহ্রাসমান পদ্ধতি

গ. বিমাপত্র পদ্ধতি

ঘ. জনসংখ্যার ভান্ডার পদ্ধতি

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৫১.খ ৫২.ক ৫৩.গ ৫৪.খ ৫৫.খ ৫৬.খ ৫৭.ক ৫৮.খ ৫৯.খ ৬০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)