এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. পরিবার গঠনের মূল ভিত্তি কী?

ক. জনসংখ্যা খ. আবেগ

গ. জৈবিক চাহিদা ঘ. বিবাহ

২২. ‘X’ সন্তান উৎপাদন ও লালনের সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। ‘X’ নিচের কোনটিকে সমর্থন করে?

ক. ব্যক্তি খ. পরিবার

গ. সমাজ ঘ. রাষ্ট্র

২৩. বিবাহ হচ্ছে ধর্ম কর্তৃক অনুমোদিত একটি কী?

ক. সাধারণ চুক্তি খ. দেওয়ানি চুক্তি

গ. ফৌজদারি চুক্তি ঘ. চূড়ান্ত চুক্তি

২৪. ম্যালিনোস্কির ক্ষেত্রে নিচের কোনটি যথার্থ?

ক. সামাজিক নৃবিজ্ঞানী

খ. মনোবিজ্ঞানী

গ. রাষ্ট্রবিজ্ঞানী

ঘ. সমাজবিজ্ঞানী

২৫. ‘বিবাহ মানুষের জীবনের শূন্যতা পূরণ এবং নিরাপত্তা দান করে’—উক্তিটি করেছেন কে?

ক. বার্নস খ. গ্রিন উড

গ. ম্যাকাইভার ঘ. উইল ডুরান্ট

আরও পড়ুন

২৬. বিবাহ সমাজে সন্তানের কী নির্ধারণ করে?

ক. মর্যাদা খ. গ্রহণযোগ্যতা

গ. চাহিদা ঘ. অভিভাবকত্ব

২৭. বিবাহ সমাজের কোন ধরনের কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে?

ক. ক্ষুদ্রতম খ. বৃহত্তর

গ. বিকল্প ঘ. সাধারণ

২৮. পরিবার কীভাবে গড়ে ওঠে?

ক. স্বামী–স্ত্রীর মাধ্যমে

খ. মা–বাবার মাধ্যমে

গ. নারী–পুরুষের মাধ্যমে

ঘ. বিবাহের মাধ্যমে

২৯. বিবাহ সমাজের কী রক্ষা করে?

ক. অস্তিত্ব খ. স্থায়িত্ব

গ. ঐতিহ্য ঘ. মূল্যবোধ

৩০. বিবাহ পরিবারের সূচনার পাশাপাশি সৃষ্টি করে?

ক. আত্মার সম্পর্ক খ. জ্ঞাতি সম্পর্ক

গ. রক্তের সম্পর্ক ঘ. গোষ্ঠী সম্পর্ক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ঘ ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.ঘ ২৬.ঘ ২৭.খ ২৮.ঘ ২৯.খ ৩০.খ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

আরও পড়ুন