এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়?

ক. ১৯৩০ খ. ১৯৪০

গ. ১৯৫০ ঘ. ১৯৭০

৩২. কখন ইলিশ মাছ ধরা নিষেধ?

ক. ১৫-২৪ অক্টোবর

খ. ১৫-২৪ সেপ্টেম্বর

গ. ১-১০ অক্টোবর

ঘ. ১-১০ সেপ্টেম্বর

৩৩. ব্রয়লার মুরগিকে কত প্রকার রেশন সরবরাহ করা হয়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৩৪. বাড়ন্ত হাঁসের রেশনের মেয়াদকাল নিচের কোনটি?

ক. ০-৪ সপ্তাহ

খ. ৫-১৯ সপ্তাহ

গ. ১৯-২৫ সপ্তাহ

ঘ. ২০ সপ্তাহ থেকে বাকি সময়

৩৫. সাইলেজ কোন ধরনের খাদ্য?

ক. ভিটামিন খ. দানাদার

গ. আঁশযুক্ত ঘ. তরল খাদ্য

৩৬. সাইলেজ ব্যবহারের সুবিধা কয়টি?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ৮টি

৩৭. উদ্ভিদতত্ত্ব অনুসারে বীজ হলো—

i. উদ্ভিদের নিষিক্ত ডিম্বক

ii. উদ্ভিদের পরিপক্ব ডিম্বক

iii. উদ্ভিদের যেকোনো অংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. কৃষিতাত্ত্বিক বীজ হচ্ছে—

i. তিল

ii. রসুন

iii. কচু

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. কোনো গাছের মাটির ওপরের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে কী বলে?

ক. নিড়ানি খ. গাছ কাটা

গ. পরিচর্যা ঘ. হামপুলিং

৪০. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের আয়তন কত?

ক. প্রায় ৪৭ লাখ হেক্টর

খ. প্রায় ৫৭ লাখ হেক্টর

গ. প্রায় ৫৯ লাখ হেক্টর

ঘ. প্রায় ৬৭ লাখ হেক্টর

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.খ ৩৫.গ ৩৬.গ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়

আরও পড়ুন