এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. ‘লেনদেন’ শব্দটির আভিধানিক অর্থ কোনটি?

ক. প্রতিদান খ. মূল্যের আদান–প্রদান

গ. ভাববিনিময় ঘ. গ্রহণ ও প্রদান

২. প্রতিটি লেনদেনে কমপেক্ষ কয়টি হিসাব থাকে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

৩. লেনদেন বলতে কী বোঝায়?

ক. দেনা–পাওনা খ. একটি হিসাব

গ. পণ্য হিসাব ঘ. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য

৪. হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?

ক. লেনদেন

খ. জাবেদাভুক্তকরণ

গ. খতিয়ানভুক্তকরণ

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৫. অর্থ–সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি—

ক. হিসাবের খ. লেনদেনের

গ. ব্যবসায়ের ঘ. ওপরের সব কটি

৬. ‘প্রতিটি লেনদেনই দুটি পক্ষ থাকতে হবে’—এটা লেনদেনের কোন বৈশিষ্ট্য?

ক. দৃশ্যমানতা খ. স্বয়ংসম্পূর্ণ

গ. দ্বৈতসত্তা খ. স্বতন্ত্র

৭. প্রতিটি লেনদেন প্রভাবিত করে—

i. দুটি হিসাব খাতকে

ii. হিসাব সমীকরণকে

iii. আর্থিক অবস্থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. প্রতিটি লেনদেন হতে পারে—

i. দৃশ্যমান

ii. অদৃশ্যমান

iii. টাকার অঙ্কে পরিমাপযোগ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. সব ধরনের ঘটনা—

ক. জাবেদা খ. খতিয়ান

গ. লেনদেন ঘ. লেনদেন নয়

১০. ‘প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়’—এটিকে নিচের কোনটি বলা হয়?

ক. লেনদেন

খ. ঘটনা

গ. লেনদেনের বৈশিষ্ট্য

ঘ. আদা–প্রদানের মূলমন্ত্র

১১. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কোনটির বৈশিষ্ট্য?

ক. দুতরফা দাখিলার খ. লেনদেনের

গ. হিসাববিজ্ঞানের ঘ. জাবেদার

১২. সব ধরনের ঘটনা লেনদেন নয়। কারণ—

ক. সব ধরনের ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না

খ. সব ঘটনা আর্থিক মূল্যে নিরূপণ করা যায়

গ. ঘটনার ফলে কোনো সম্পত্তির হস্তান্তর হতে পারে

ঘ. ঘটনায় কোনো দায়ের হস্তান্তর হতে পারে

১৩. নিচের কোনটি লেনদেন নয়?

ক. ধারে পণ্য ক্রয় ১০ হাজার টাকা

খ. ধারে পণ্য বিক্রয় ৫ হাজার টাকা

গ. পাওনাদারকে পরিশোধ ১০ হাজার টাকা

ঘ. ২০ হাজার টাকা বেতনে কর্মচারী নিয়োগ

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর উত্তর দাও

অভিষেক একজন সফল ব্যবসায়ী। তিনি ২ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময় নগদ ১০ হাজার টাকার পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ২০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা কর্মচারীদের বেতন এবং ৭ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাশ পাঠালেন।

১৪. কোনটি লেনদেন নয়?

ক. নগদ ক্রয় ১০ হাজার টাকা

খ. বিক্রয় ২০ হাজার টাকা

গ. বেতন প্রদান ৫ হাজার টাকা

ঘ. ক্রয়ের ফরমাশ ৭ হাজার টাকা

১৫. অভিষেকের মোট খরচের পরিমাণ কত?

ক. ৫ হাজার টাকা খ. ১০ হাজার টাকা

গ. ১৫ হাজার টাকা ঘ. ২০ হাজার টাকা

১৬. ব্যবসায়ে ব্যয় বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে?

ক. দায় হ্রাস পায়

খ. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়

গ. মালিকানাস্বত্ব হ্রাস পায়

ঘ. দায় বৃদ্ধি পায়

১৭. মালিকানাস্বত্ব বাড়লে—

i. দায় কমবে

ii. সম্পদ বাড়বে

iii. আয় কমবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. মালিকানাস্বত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি?

ক. নগদান হিসাব খ. উত্তোলন হিসাব

গ. ব্যাংক হিসাব ঘ. পাওনাদার হিসাব

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আয়ান ২০২০ সালের ১ জানুয়ারি নগদ ৪০ হাজার টাকা, ব্যাংকঋণ ৫০ হাজার ও পণ্যদ্রব্য ১৫ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন।

১৯. জনাব আয়ানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

ক. ৩৫ হাজার টাকা খ. ৪০ হাজার টাকা

গ. ৫৫ হাজার টাকা ঘ. ১ লাখ ৫০০ টাকা

২০. উপর্যুক্ত ৫০ হাজার টাকার লেনদেনের ফলে কোনটি বৃদ্ধি পাবে?

ক. দীর্ঘমেয়াদি দায় খ. মালিকানাস্বত্ব

গ. স্থায়ী সম্পদ ঘ. চলতি দায়

২১. হিসাববিজ্ঞানের আধুনিক সমীকরণ কোনটি?

ক. A=(C+L+I-E)

খ. A=L+(C+R-E-D)

গ. A= L+(C+I-E)

ঘ. A=L+(E+I-D-R)

২২. ক্যাশমেমো কয় সেট তৈরি করা হয়?

ক. দুই সেট খ. তিন সেট

গ. চার সেট ঘ. পাঁচ সেট

২৩. ক্রেডিট নোট কে তৈরি করেন?

ক. ক্রেতা খ. বিক্রেতা

গ. রপ্তানিকারক ঘ. ব্যবস্থাপক

২৪. মাল ক্রয়–বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?

ক. ভাউচার খ. চালান

গ. ক্যাশমেমো ঘ. ডেবিট নোট

২৫. ‘দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান।’ এই ধারণাই—

ক. হিসাববিজ্ঞানের ভিত্তি

খ. হিসাবরক্ষণের ভিত্তি

গ. হিসাব সমীকরণের ভিত্তি

ঘ. উৎপাদন ব্যয়ের ভিত্তি

২৬. দুতরফা দাখিলা পদ্ধতি একটি—

ক. রিপোর্টিং পদ্ধতি

খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি

গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি

ঘ. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

২৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিত হয় কীভাবে?

ক. আংশিকভাবে খ. পরিপূর্ণরূপে

গ. মিশ্ররূপে ঘ. জটিলরূপে

২৮. নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি?

ক. ব্যয় নিয়ন্ত্রণ খ. বিজ্ঞানসম্মত প্রয়োগ

গ. দ্বৈতসত্তা ঘ. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ

২৯. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি?

ক. সামগ্রিক ফলাফল নির্ণয়

খ. আর্থিক অবস্থা নিরূপণ

গ. সঠিক কর নির্ধারণ

ঘ. মোট পাওনা নির্ণয়

৩০. সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়। এটি দুতরফা দাখিলা পদ্ধতির—

i. মূল বৈশিষ্ট্য

ii. মূলনীতি

iii. মূল উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৩২. দুতরফা দাখিলা পদ্ধতিতে—

i. সুবিধা গ্রহণকারী ডেবিট

ii. সুবিধা গ্রহণকারী ক্রেডিট

iii. সুবিধা প্রদানকারী ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো হলো—

i. গাণিতিক শুদ্ধতা যাচাই

ii. আর্থিক অবস্থা নিরূপণ

iii. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?

ক. গাণিতিক শুদ্ধতা যাচাই

খ. দ্বৈতসত্তা

গ. সামগ্রিক ফলাফল

ঘ. ডেবিট ও ক্রেডিট করা

৩৫. ‘ব্যয় নিয়ন্ত্রণ’ দুতরফা দাখিলা পদ্ধতির কী?

ক. বৈশিষ্ট্য খ. মূলনীতি

গ. উদ্দেশ্য ঘ. সুবিধা

৩৬. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়—

ক. ডেবিটর খ. ক্রেডিটর

গ. মোট লাভ ঘ. মোট লোকসান

৩৭. হিসাবচক্রের শেষ ধাপ কোনটি?

ক. সমাপনী দাখিলা

খ. কার্যপত্র প্রস্তুত

গ. হিসাব–পরবর্তী রেওয়ামিল

ঘ. আর্থিক বিবরণী

৩৮. হিসাবচক্রের কোন ধাপে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়?

ক. লেনদেন শনাক্তকরণ

খ. লেনদেন বিশ্লেষণ

গ. জাবেদাভুক্তকরণ

ঘ. রেওয়ামিল প্রস্তুতকরণ

৩৯. হিসাবচক্রে জাবেদার পরের ধাপ কোনটি?

ক. খতিয়ান খ. রেওয়ামিল

গ. নগদান বই ঘ. আর্থিক বিবরণী

৪০. কোন ধারাবাহিকতাটি সঠিক?

ক. রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী

খ. সমন্বয় দাখিলা রেওয়ামিল, আর্থিক বিবরণী, কার্যপত্র

গ. কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

ঘ. রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

৪১. হিসাবচক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কী রক্ষা করে?

ক. সমতা খ. সমন্বয়

গ. ব্যালেন্স ঘ. ধারাবাহিকতা

৪২. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কিসের মাধ্যমে?

ক. জাবেদার মাধ্যমে

খ. খতিয়ানের মাধ্যমে

গ. হিসাবচক্রের মাধ্যমে

ঘ. উদ্বৃতপত্রের মাধ্যমে

৪৩. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

ক. সাধারণ সঞ্চিতি খ. নগদ তহবিল

গ. দেনাদার ঘ. প্রাপ্য ভাড়া

৪৪. মুনাফাজাতীয় লেনদেন—

i. স্বল্পমেয়াদি

ii. দীর্ঘমেয়াদি

iii. নিয়মিত সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. মূলধনজাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ৩ ভাগে খ. ৫ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ২ ভাগে

৪৬. মূলধনজাতীয় লেনদেন কোনটি?

ক. কম্পিউটার ক্রয় খ. পণ্য ক্রয়

গ. বেতন প্রদান ঘ. ভাড়া প্রদান

৪৭. কোন দফাটি মূলধনজাতীয় প্রাপ্তি?

ক. বিনিয়োগের সুদ

খ. বাট্টা প্রাপ্তি

গ. কমিশন প্রাপ্তি

ঘ. স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ

৪৮. পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ—

ক. মূলধনজাতীয় প্রাপ্তি

খ. মুনাফাজাতীয় প্রাপ্তি

গ. মুনাফাজাতীয় আয়

ঘ. মুনাফাজাতীয় ব্যয়

৪৯. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় কোন ধরনের লেনদেন?

ক. মুনাফাজাতীয় ব্যয়

খ. মূলধনজাতীয় ব্যয়

গ. বিলম্বিত মুনাফাজাতীয় অায়

ঘ. ব্যবসা পরিচালন

৫০. কোনটি মূলধনজাতীয় প্রাপ্তির অংশ?

ক. মূলধনজাতীয় ব্যয়

খ. মূলধনায়িত ব্যয়

গ. মূলধনজাতীয় আয়

ঘ. মুনাফাজাতীয় আয়

সঠিক উত্তর: ১.ঘ ২.খ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.ক ২১.খ ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.ক ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.ক ৪০.ক ৪১.ঘ ৪২.গ ৪৩.ক ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.ক ৪৯.খ ৫০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা