প্রাইমারি বৃত্তি পরীক্ষা ২০২২ | প্রাথমিক বিজ্ঞান (২)

১. প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়ন কী?

উত্তর: পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন।

২. প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী?

উত্তর: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা গ্রিনহাউস প্রভাব।

৩. প্রশ্ন: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও।

উত্তর: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া।

৪. প্রশ্ন: পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কী কী?

উত্তর: পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদীভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ।

৫. প্রশ্ন: ‘গ্রিনহাউস’ বলতে কী বোঝায়?

উত্তর: শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। এ রকম ঘরকে গ্রিনহাউস বলে।

৬. প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু কেমন?

উত্তর: বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র।

৭. প্রশ্ন: জলবায়ু বলতে কী বোঝো?

উত্তর: জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা।

৮. প্রশ্ন: শীতপ্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিনহাউস বানানো হয়?

উত্তর: শীতপ্রধান দেশে শীতের তীব্রতা থেকে গাছপালাকে বাঁচিয়ে রাখতে গ্রিনহাউস বানানো হয়।

৯. প্রশ্ন: আমাদের চারপাশের আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এটি নির্ণয় করতে কোন কোন বিষয় পর্যবেক্ষণ করতে হয়?

উত্তর: কোনো অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন নির্ণয় করতে যেসব বিষয় পর্যবেক্ষণ করতে হয়, সেগুলো হলো— ১. তাপমাত্রা ২. বৃষ্টিপাতের পরিমাণ ৩. কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা।

১০. প্রশ্ন: পৃথিবীর জলবায়ু কোন কারণে পরিবর্তিত হচ্ছে?

উত্তর: বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।

১১. প্রশ্ন: আমরা বিভিন্ন কাজে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি। এমন দুটি ব্যবহার লেখো।

উত্তর: জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন দুটি উদাহরণ হলো— ১. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ২. কলকারখানা।

১২. প্রশ্ন: কী কী বিষয়কে পর্যবেক্ষণ করে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে নিশ্চিত হতে পারি?

উত্তর: কয়েক বছরের তাপমাত্রা পরিবর্তন ও হিমালয় পর্বতের হিমবাহ গলনের হার থেকে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে নিশ্চিত হতে পারি।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন
আরও পড়ুন