এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | বাক্য শুদ্ধ করে লেখো (৬-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বাক্য শুদ্ধ করে লেখো

০৬। অশুদ্ধ: পরিষ্কার পোশাক পরিহিত ছেলেটি উড়োজাহাজের আবিষ্কারকের নাম বলতে পারায় পুরস্কার পাইল ও নমষ্কার করিয়া চলিয়া গেল।

শুদ্ধ: পরিষ্কার পোশাক পরা ছেলেটি উড়োজাহাজ আবিষ্কারকের নাম বলতে পারায় পুরস্কার পেল ও নমষ্কার করে চলে গেল।

০৭। অশুদ্ধ: ব্যাকুলিত চিত্তে আমি তাঁকে দেখতে গেলাম।

শুদ্ধ: ব্যাকুলচিত্তে আমি তাকে দেখতে গেলাম।

০৮। অশুদ্ধ: বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছিল, তা নয়।

শুদ্ধ: বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তা নয়।

০৯। অশুদ্ধ: বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা ছিল।

শুদ্ধ: বঙ্কিমের অসাধারণ প্রতিভা ছিল।

১০। অশুদ্ধ: বিদ্যান মূখর অপেক্ষা শ্রেষ্ঠতর।

শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বাক্য শুদ্ধ করে লেখো (১-৫)