দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে?

ক. যখন বছর (n) = ১ হবে

খ. যখন সুদের হার (i) = ১% হবে

গ. যখন সুদের হার (i) = ০% হবে

ঘ. যখন সুদের হার (i) = -১% হবে

১২. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৬

১৩. চক্রবৃদ্ধির পরিমাণ বাড়াতে থাকলে বর্তমান মূল্যের কী হবে?

ক. বাড়বে খ. কমবে

গ. অপরিবর্তিত থাকবে

ঘ. শূন্য হবে

১৪. নির্দিষ্ট সময় পর অর্জিত সুদ-আসলের সাথে প্রাপ্ত সুদ-আসলের ওপর পরবর্তী সময়ের যে সুদ নির্ণয় করা হয়, তাকে কী বলে?

ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ

গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ

১৫. এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে কী পাওয়া যায়?

ক. সুদ খ. আসল

গ. সুদ-আসল ঘ. নিট মূলধন

১৬. অর্থের সময় অগ্রাধিকারের কারণ—

i. অনিশ্চয়তা

ii. মুদ্রাস্ফীতি

iii. বিনিয়োগের সুযোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. ব্যাংকে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?

ক. দৈনিক খ. সাপ্তাহিক

গ. মাসিক ঘ. বার্ষিক

১৮. বিধি-৬৯ কখন ব্যবহার করা যাবে?

ক. যখন সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

খ. যখন সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

গ. যখন সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

ঘ. যখন সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

১৯. অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?

ক. মুনাফা খ. সুযোগ ব্যয়

গ. দায় ঘ. চলতি ব্যয়

২০. শতকরা ১৫% হারে বর্তমান ১০০ টাকার ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে?

ক. ১৩২.২৫ খ. ১৩২

গ. ১৫২ ঘ. ১৫০

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.গ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ক

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা