এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | আমি কিংবদন্তির কথা বলছি : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
আমি কিংবদন্তির কথা বলছি
২১. আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশে সিভিল সার্ভিসে থাকার পর কোন মন্ত্রিত্ব লাভ করেন?
ক. স্বরাষ্ট্র খ. গৃহায়ণ ও ত্রাণ
গ. বাণিজ্য ঘ. কৃষি ও পানিসম্পদ
২২. পাহাড় শব্দের সমার্থক শব্দ হিসেবে গ্রহণযোগ্য নয় নিচের কোনটি?
ক. অটবি খ. মহীধর
গ. গিরি ঘ. শৈল
২৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় শুদ্ধতার প্রতীকরূপে কী ব্যবহৃত হয়েছে?
ক. পানি খ. গাছ
গ. আগুন ঘ. বাতাস
২৪. ভূমিজীবী ক্রীতদাসরা কেন শ্রেণির অন্তর্ভুক্ত বলে গ্রহণযোগ্য?
ক. অস্ট্রিক খ. নর্ডিক
গ. আর্য ঘ. অনার্য
২৫. ‘শ্বাপদ’ শব্দের ক্ষেত্রে গ্রহণযোগ্য শব্দ হলো নিচের কোনটি?
ক. নদী
খ. মরুভূমি
গ. হিংস্র মাংসাশী প্রাণী
ঘ. বিস্তৃত মাঠ
২৬. ‘আমি আমার ভালোবাসার কথা বলছি’—এখানে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. অনুশোচনা বোধ
খ. ব্যর্থতা
গ. অন্তর্নিহিত আবেগ
ঘ. বিয়োগব্যথা
২৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় প্রথম ফুটে উঠেছে নিচের কোনটি?
ক. বাংলার হাজার বছরের ঐতিহ্য
খ. বাঙালির দাসত্বের মাত্রা
গ. দেশমাতৃকার প্রতি প্রেম
ঘ. সৌন্দর্যের প্রকাশভঙ্গিমা
২৮. আবু জাফর ওবায়দুল্লাহ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি রচনা করেছিলেন—
ক. স্বাধীনতাকে বোঝাতে
খ. সাহিত্যকে বোঝাতে
গ. শিল্পকে বোঝাতে
ঘ. সংস্কৃতিকে বোঝাতে
২৯. ‘সশস্ত্র সংগ্রামের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ এই চরণে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. ক্ষমতা খ. তাৎপর্য
গ. গুরুত্ব ঘ. মাহাত্ম্য
৩০. কবি আবু জাফর ওবায়দুল্লাহ যার কথা বলেছেন—
i. কিংবদন্তি
ii. পর্যটক
iii. পূর্বপুরুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
আমি কিংবদন্তির কথা বলছি: ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.ঘ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)