জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১৫. ত্বকে কাঁটা পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?

ক. Echinodermata

খ. মলাস্কা

গ. নেমাটোডা

ঘ. পরিফেরা

১৬. কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায়?

ক. Cnidaria খ. Nematoda

গ. Mollusca ঘ. Echinodermata

১৭. সমুদ্রশসা কোন পর্বের প্রাণী?

ক. Annelida খ. Cnidaria

গ. Chordata ঘ. Echinodermata

১৮. কোনটি ভার্টিব্রেট?

ক. চিংড়ি মাছ খ. তারা মাছ

গ. জেলি ফিশ ঘ. কাতলা মাছ

১৯. Myxini শ্রেণির প্রাণীদের কী বলে?

ক. ল্যামপ্রে খ. ভল্গাকার

গ. কম্বোজ ঘ. হ্যাগফিস

২০. প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত কোন প্রাণীর দেহ?

ক. Scoliodon

খ. Tenualosa

গ. Hoplobatrachus

ঘ. Neoceratodus

২১. হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণিতে?

ক. Chondrichthyes

খ. Amphibia

গ. Osteichthyes

ঘ. Reptilia

২২. উভচরের বৈশিষ্ট্য—

i. দেহত্বক গ্রন্থিযুক্ত

ii. অ্যাক্টোথার্মিক

iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. Chondrichthyes শ্রেণির প্রাণীদের—

i. অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়

ii. সাইক্লয়েড আঁইশ থাকে

iii. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. হ্যাগফিশের বৈশিষ্ট্য হলো—

i. ফুলকা বৃক্ক ৫–১৫ জোড়া

ii. মুখে কর্ষিকা ৪ জোড়া

iii. অ্যামোসিট লার্ভা দশা বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ—

i. সবুজ গ্রন্থি

ii. ম্যালপিজিয়ান নালিকা

iii. ফুসফুস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা