এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | আম–আঁটির ভেঁপু : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

আম–আঁটির ভেঁপু

১. মাতবর ধাঁচের লোকটি হরিহরকে কী মনে করে?

ক. সাধারণ লোক খ. গুণী লোক

গ. গুরুতুল্য লোক ঘ. অসহায় লোক

২. মাতবর ধাঁচের লোকটি কোন গোত্রের ছিল?

ক. ক্ষত্রিয় খ. কায়স্থ

গ. ব্রাহ্মণ ঘ. সদগোপ

৩. ‘ছেলেটার কাপড় নেই’—‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ‘ছেলেটা’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. হরিহরকে খ. অপুকে

গ. নীলমণিকে ঘ. ভুবন মুখুয্যেকে

৪. ‘মেঘমল্লার’ কোন ধরনের রচনা?

ক. উপন্যাস খ. কবিতা

গ. গল্পগ্রন্থ ঘ. প্রবন্ধ

৫. ‘অপরাজিত’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. জসীমউদ্​দীন

আরও পড়ুন

৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৯০ সালে খ. ১৮৯৪ সালে

গ. ১৮৯৭ সালে ঘ. ১৯৯০ সালে

৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?

ক. ১৮৯০ সালে খ. ১৮৮৪ সালে

গ. ১৮৯৪ সালে ঘ. ১৯৫০ সালে

৮. ‘গরাদ’ শব্দের অর্থ কী?

ক. দরজা খ. বারান্দার গ্রিল

গ. জানালার শিক ঘ. আদেশ করা

৯. ‘বন–বিছুটি’ শব্দের অর্থ কী?

ক. বনের পাশে খ. বুনো গাছ

গ. জঙ্গল ঘ. বনের গাছ

১০. ‘সংকুচিত’ শব্দের অর্থ কী?

ক. কমে যাওয়া খ. ছোট হওয়া

গ. পুরাতন ঘ. উদারতা

সঠিক উত্তর

আম–আঁটির ভেঁপু: ১.খ ২.ঘ ৩.খ ৪.গ ৫.খ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন