এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কী আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়?

ক. পিডিএফ খ. ওয়ার্ড

গ. টেমপ্লেট ঘ. ইমেজ

২২. কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়?

ক. Reference

খ. Spelling grammar checking

গ. Word checker

ঘ. Speller

২৩. কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়?

ক. স্পেল চেকার

খ. স্পেলিং

গ. ফটোশপ সফটওয়্যার

ঘ. অ্যাকসেস সফটওয়্যার

২৪. স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে?

ক. প্রোগ্রামিং সফটওয়্যার

খ. ওয়ার্ড প্রসেসর

গ. মাইক্রোসফট অ্যাকসেস

ঘ. ডিজাইন সফটওয়্যার

২৫. সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়?

ক. একবার খ. দুইবার

গ. পাঁচবার ঘ. যত খুশি তত

২৬. ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান?

ক. নিচের বাম দিকে কোনায়

খ. স্ট্যাটাস বারে

গ. ওপরের বাঁ দিকে কোনায়

ঘ. রিবনে

২৭. ওয়ার্ড উইন্ডোর ওপরের বাম দিকের কোনার আইকনটিকে কী বলা হয়?

ক. Home ট্যাব খ. Office বাটন

গ. Picture আইকন ঘ. Illustrations গ্রুপ

২৮. ওয়ার্ড প্রসেসরে New, Open, Save ও Save as অপশনটি কোন বাটনে থাকে?

ক. Home খ. Insert

গ. Refercence ঘ. Office

২৯. Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি?

ক. Open খ. Table

গ. Save ঘ. Prepare

৩০. কোন অপশনটি Insert বাটনে পাওয়া যায়?

ক. Picture খ. Clipart

গ. Chart ঘ. সব কটি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.গ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.গ ২৭.খ ২৮.ঘ ২৯.খ ৩০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন