ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | অমর একুশে : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অমর একুশে

১. ‘সর্বদলীয় কর্মপরিষদ’–এর আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন কে?

ক. শামসুল হক

খ. অলি আহাদ

গ. কাজী গোলাম মাহবুব

ঘ. খালেক নেওয়াজ খান

২. রফিকুল ইসলাম মূলত কী হিসেবে পরিচিত?

ক. একজন নজরুল গবেষক

খ. একজন নাট্যকার

গ. একজন সাংবাদিক

ঘ. একজন কবি

৩. কে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন?

ক. নুরুল আমিন

খ. খাজা নাজিমুদ্দিন

গ. ইয়াহিয়া খান

ঘ. আইয়ুব খান

৪. খাজা নাজিমুদ্দিন কত তারিখে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন?

ক. ১৪ ফেব্রুয়ারি, ১৯৫২

খ. ৩১ জানুয়ারি ১৯৫২

গ. ২৬ জানুয়ারি, ১৯৫২

ঘ. ১৬ জানুয়ারি ১৯৫২

৫. খাজা নাজিমুদ্দিনের ঘোষণাটি তৎকালীন পূর্ব পাকিস্তানিদের সঙ্গে কী ছিল?

ক. চরম বিশ্বাসঘাতকতা

খ. সাজানো নাটক

গ. প্রহসন

ঘ. তামাশা

৬. খাজা নাজিমুদ্দিন কোন দলের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?

ক. কৃষক-প্রজা পার্টির

খ. জনতা পার্টির

গ. মুসলিম লীগের

ঘ. আওয়ামী লীগের

৭. খাজা নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে ফেটে পড়েছিল কারা?

ক. রাজনৈতিক নেতারা

খ. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা

গ. ছাত্রসমাজ

ঘ. সাধারণ জনতা

৮. খাজা নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে ঢাকায় ধর্মঘট পালিত হয়েছিল কবে?

ক. ২৭ জানুয়ারি

খ. ২৯ জানুয়ারি

গ. ৩০ জানুয়ারি

ঘ. ৩১ জানুয়ারি

৯. ‘সর্বদলীয় কর্মপরিষদ’ গঠিত হয়েছিল কত তারিখ?

ক. ২৭ জানুয়ারি

খ. ২৯ জানুয়ারি

গ. ৩০ জানুয়ারি

ঘ. ৩১ জানুয়ারি

১০. সর্বদলীয় কর্মপরিষদ গঠনকালে জেলে আটক ছিলেন কে?

ক. খালেক নেওয়াজ খান

খ. শামসুল হক

গ. শেখ মুজিবুর রহমান

ঘ. আবদুল মতিন

সঠিক উত্তর

অমর একুশে: ১.গ ২.ক ৩.খ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.গ ৯.গ ১০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) ▶