ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | অমর একুশে : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অমর একুশে

১১. কত তারিখে রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?

ক. ২৮ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি

গ. ১৪ ফেব্রুয়ারি ঘ. ৩০ জানুয়ারি

১২. ১৬ ফেব্রুয়ারি কোন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল?

ক. দৈনিক সংবাদ খ. দৈনিক পাকিস্তান

গ. পাকিস্তান অবজারভার ঘ. দৈনিক ইত্তেফাক

১৩. শেখ মুজিবুর রহমান কত তারিখ থেকে অনশন শুরু করেছিলেন?

ক. ১৬ ফেব্রুয়ারি খ. ১৭ ফেব্রুয়ারি

গ. ১৯ ফেব্রুয়ারি ঘ. ২৭ ফেব্রুয়ারি

১৪. অনশন করায় শেখ মুজিবুর রহমানকে কোথায় স্থানান্তর করা হয়েছিল?

ক. ঢাকা জেলে খ. ফরিদপুর জেলে

গ. চট্টগ্রাম জেলে ঘ. খুলনা জেলে

১৫. ২০ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করেছিলেন কে?

ক. আইয়ুব খান সরকার খ. জিন্নাহ সরকার

গ. নাজিমউদ্দিন সরকার ঘ. নুরুল আমিন সরকার

১৬. ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সর্বদলীয় কর্মপরিষদের সভায় সভাপতিত্ব করেছিলেন কে?

ক. গাজীউল হক খ. আবুল হাশিম

গ. কাজী গোলাম মাহবুব ঘ. আবদুল মতিন

১৭. ২০ তারিখের সভায় ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন কে?

ক. মহিউদ্দিন আহমেদ খ. আবুল হাশিম

গ. অলি আহাদ ঘ. আবদুল মতিন

১৮. বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ কোন তারিখে ১৪৪ ধারা ভাঙতে বদ্ধপরিকর ছিলেন?

ক. ১৫ ফেব্রুয়ারি খ. ১৭ ফেব্রুয়ারি

গ. ২১ ফেব্রুয়ারি ঘ. ২৫ ফেব্রুয়ারি

১৯. ২০ ফেব্রুয়ারি রাতে কারা বহু প্ল্যাকার্ড, ফেস্টুন তৈরি করেছিল?

ক. বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

খ. ব্যবসায়ীরা

গ. সাধারণ জনতা

ঘ. কর্মজীবীরা

২০. ২১ ফেব্রুয়ারি ১০টায় কোথায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল?

ক. টিএসসিতে

খ. শাহবাগে

গ. মধুর ক্যানটিন চত্বরে

ঘ. বিশ্ববিদ্যালয় আমতলায়

সঠিক উত্তর

অমর একুশে: ১১.খ ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶