ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | অমর একুশে : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অমর একুশে

২১. বিশ্ববিদ্যালয় আমতলার সভায় সভাপতিত্ব করেছিলেন কে?

ক. আবুল হাশিম

খ. গাজীউল হক

গ. অলি আহাদ

ঘ. মহিউদ্দিন আহমেদ

২২. বিশ্ববিদ্যালয় আমতলায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত জানিয়েছিলেন কে?

ক. গাজীউল হক

খ. অলি আহাদ

গ. আবদুল মতিন

ঘ. শামসুল হক

২৩. সংগ্রামী ছাত্রছাত্রীরা কার প্রস্তাবমতো ১০ জনের অসংখ্য দলে বিভক্ত হয়েছিল?

ক. গাজীউল হকের

খ. শামসুল হকের

গ. আবদুল মতিনের

ঘ. আবদুস সামাদের

২৪. ২১ ফেব্রুয়ারি কয়টায় পরিষদের অধিবেশন শুরুর কথা ছিল?

ক. ৩টায় খ. ৪টায়

গ. সাড়ে ৪টায় ঘ. ৫টায়

২৫. পুলিশের গুলিতে প্রথম দফাগুলোয় শহিদ হয়েছিলেন কারা?

ক. রফিকউদ্দিন ও জব্বার

খ. সালাম ও বরকত

গ. অলি আহাদ ও জব্বার

ঘ. জব্বার ও বরকত

২৬. পুলিশের দ্বিতীয় দফার গুলিতে শহিদ হয়েছিলেন কে?

ক. বরকত খ. রফিক

গ. সালাম ঘ. জব্বার

২৭. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় কী করা হয়েছিল?

ক. আলোচনা সভা

খ. বিক্ষোভ সমাবেশ

গ. প্রভাতফেরির আয়োজন

ঘ. কালো পতাকা উত্তোলন

২৮. ভাষাশহিদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল কোথায়?

ক. সোহরাওয়ার্দী উদ্যানে

খ. মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে

গ. বাংলা একাডেমি প্রাঙ্গণে

ঘ. শাহবাগে

২৯. ভাষাশহিদদের গায়েবানা জানাজা শেষে উপস্থিত জনতা কী করেছিল?

ক. শোক মিছিল খ. সমাবেশ

গ. ভাঙচুর ঘ. বিক্ষোভ

৩০. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি উত্তেজিত জনতা কোন প্রেস জ্বালিয়ে দিয়েছিল?

ক. মর্নিং নিউজ প্রেস

খ. ইত্তেফাক প্রেস

গ. আজাদ প্রেস

ঘ. সংবাদ প্রেস

সঠিক উত্তর

অমর একুশে: ২১.খ ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)