এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেমি গভীর স্তরকে মাটি বলা হয়?

ক. ১৫–১৮ খ. ১৫–২০

গ. ১৫–২৫ ঘ. ১৫–৩০

৪২. মাটির উর্বরতার প্রধান নিয়ন্ত্রক হলো—

i. খনিজ পদার্থ ii. জৈব পদার্থ

iii. ভূমির বন্ধুরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. কোন ফসল চাষের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা যায়?

ক. চিনাবাদাম খ. গম

গ. শর্ষে ঘ. ভুট্টা

৪৪. ফিশমিলে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান থাকে?

ক. ০.২ – ০.৫ % খ. ০.৫ – ১.০ %

গ. ২ –২ .৫ % ঘ. ৩ –০.৫ %

৪৫. বিনা চাষে উৎপাদন করা যায়—

i. পান ii. ভুট্টা

iii. ডাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. কোন সময় পুকুরের খাবার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়?

ক. পানি ঘোলা হলে

খ. পানি সবুজ হলে

গ. কম সবুজ হলে

ঘ. অত্যধিক সবুজ হলে

৪৭. বাত্যাজনিত ভূমিক্ষয়ে প্রকোপ কোথায় বেশি দেখা যায়?

ক. যশোর খ. খুলনায়

গ. দিনাজপুর ঘ. সিলেটে

৪৮. ভূমিক্ষয়ের ফলে—

i. মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়

ii. ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে

iii. মাটির উর্বরতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. বীজের জীবনীশক্তি হ্রাস পায়—

i. বেশি তাপমাত্রায় বীজ শুকালে

ii. অপর্যাপ্ত তাপে বীজ শুকালে

iii. বীজের আর্দ্রতা ১২%–এর কম থাকলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. বাছুরের বয়স অনুসারে দৈনিক কত লিটার মিল্ক রিপ্লেসার খাওয়ানো যায়?

ক. ০.১–০.৫ খ. ০.৫–৩

গ. ০.৫–৫ ঘ. ০.৫–৭

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.ক ৪৩.ক ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.ক ৪৯.ক ৫০.খ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন