বহুনির্বাচনি প্রশ্ন (১-৮) : অধ্যায় ৪ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১. প্রতিবছর বায়ুশক্তি ব্যবহারের হার বাড়ছে কত শতাংশ?

ক. ২৫% খ. ৩০%

গ. ৩৫ % ঘ. ৪০%

২. কোনো বস্তু মোট যে পরিমাণ কাজ করতে পারে, তাকে কী বলে?

ক. ক্ষমতা খ. কর্মদক্ষতা

গ. বল ঘ. শক্তি

৩. এক সেকেন্ডে এক জুল কাজ করার হারকে কী বলে?

ক. এক ওয়াট খ. নিউটন

গ. এক ফ্যারাড ঘ. এক কুলম্ব

৪. কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?

ক. ভর খ. উচ্চতা

গ. সময় ঘ. অভিকর্ষজ ত্বরণ

৫. 1 KWH = কত?

ক. 3.6J খ. 3.6 × 106J

গ. 3600J ঘ. 3.6 × 105J

আরও পড়ুন

৬. পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ নিচের কোনটি?

ক. E = mas খ. E = mc2

গ. E = mv2 ঘ. E = mgh

৭. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক. তড়িৎ খ. তাপ

গ. রাসায়নিক ঘ. যান্ত্রিক

৮. জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?

ক. তড়িৎশক্তি

খ. গতিশক্তি

গ. রাসায়নিক শক্তি

ঘ. বিভব শক্তি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.খ ২.ঘ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন