শিল্পের ভৌগলিক নিয়ামক - ভূগোল ২য় পত্র, অধ্যায় ৬ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

[এর আগের প্রকাশিত লেখা]

৬৮. বাংলাদেশের কোন অঞ্চলে চিনিকল বেশি?

  ক. উত্তর-পূর্বাঞ্চল খ. পূর্বাঞ্চল

  গ. উত্তর-পশ্চিমাঞ্চল ঘ. দক্ষিণাঞ্চল

৬৯. পৃথিবীর সর্ববৃহৎ ইস্পাতশিল্প অঞ্চল কোনটি?

  ক. পিটসবার্গ খ. মস্কো-টুলা 

  গ. ওসাকা-কোর ঘ. টোকিও-ইয়োকোহামা

উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশের ‘ক’ শিল্পটি উল্লেখযোগ্যভাবে ক্লিংকার আমদানিনির্ভর। নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই এই শিল্পের কারখানাগুলো অবস্থিত। বর্তমানে উত্পাদিত শিল্পের অনেকটাই বিদেশে রপ্তানি করে।

৭০. উদ্দীপকের দেশটি শিল্পটির কাঁচামাল কোন দেশ থেকে আমদানি করে?

  ক. মালয়েশিয়া খ. চীন  

গ. ভারত ঘ. মিয়ানমার

৭১. উদ্দীপকের শিল্পটির ক্ষেত্রে প্রযোজ্য—

  i. নগরায়ণের মাত্রা ত্বরান্বিত করে  

  ii. চুনাপাথর এই শিল্পের প্রধান কাঁচামাল

  iii. সরকারি পর্যায়ের সহায়তার এই শিল্পের উত্পাদন বেশি

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. পৃথিবীর অধিকাংশ শিল্প কোথায় অবস্থিত?

  ক. উষ্ণ খ. শীতল  

গ. নাতিশীতোষ্ণ ঘ. নিরক্ষীয়

৭৩. বাংলাদেশের সার কারখানায় উত্পাদিত সারের মধ্যে প্রধান হলো—

  i. ইউরিয়া    ii. অ্যামোনিয়াম সালফেট

  iii. টিএসপি

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. ii ও iii 

গ. i ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

যুথি ভূগোল বই পড়ে জানতে পারল, কোনো একটি স্থানে শিল্প স্থাপনের পেছনে কিছু প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক যথেষ্ট ভূমিকা পালন করে।

৭৪. উদ্দীপকে আলোচিত উপাদানগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক নিয়ামক?

  ক. জলবায়ু খ. শ্রমিক  

গ. মূলধন ঘ. বাজার

৭৫. সাংস্কৃতিক নিয়ামকগুলো হলো—

  i. সরকারি পৃষ্ঠপোষকতা 

ii. শক্তিসম্পদ iii. প্রযুক্তিগত জ্ঞান

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৬. যুক্তরাষ্ট্রের কোন শহর মোটরগাড়ি নির্মাণের জন্য বিখ্যাত?

  ক. শিকাগো খ. ডুলুথ  

গ. নিউইয়র্ক ঘ. ডেট্রয়েট

উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

যুক্তরাষ্ট্র লৌহ ও ইস্পাতশিল্পে অত্যন্ত প্রসিদ্ধ। বিভিন্ন প্রাকৃতিক নিয়ামকের প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে লৌহ ও ইস্পাতশিল্প গড়ে উঠেছে। ফলে এটি একটি শিল্পোন্নত দেশে পরিণত হয়েছে।

৭৭. পৃথিবীর প্রধান ইস্পাত উত্পাদনকারী অঞ্চল কোনটি?

  ক. বার্মিংহাম খ. পেনসিলভানিয়া 

গ. হ্রদ  ঘ. পিটসবার্গ

৭৮. উক্ত শিল্পটি আমেরিকাতে গড়ে ওঠার কারণ—

  i. কয়লাখনির সান্নিধ্য    ii. প্রযুক্তিবিদ্যা 

  iii. যোগাযোগ

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. i ও iii  

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৬৮. গ ৬৯. খ ৭০. খ ৭১. ক ৭২. গ ৭৩. ঘ ৭৪. ক ৭৫. খ ৭৬. ঘ ৭৭. গ ৭৮. ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা