এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৫১. প্রারম্ভিক মজুত ২৫,০০০ টাকা; ক্রয় ৩৫,০০০ টাকা; মজুরি ২০,০০০ টাকা। বিক্রয় ১,০০,০০০ টাকা ও সমাপনী মজুত ১৫,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?

ক. ৬৫,০০০ খ. ৮০,০০০

গ. ৮৫,০০০ ঘ. ৯৫,০০০

৫২. প্রারম্ভিক মজুত ২৩,০০০ টাকা, সমাপনী মজুত ২৭,০০০ টাকা, ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ ধরে বছরের বিক্রয় ২,০০,০০০ টাকা। হলে বছরের ক্রয় কত?

ক. ১,৩২,০০০ খ. ১,৬০,০০০

গ. ১,৬৪,০০০ ঘ. ২,৫০,০০০

৫৩. মুনাফার ৪০০% বিক্রয়মূল্য হলে মার্ক

আপ কত?

ক. ২০% খ. ২৫%

গ. ৩৩.৩৩% ঘ. ৫০০%

৫৪. সমাপনী মজুত ১৬,৮০০ ক্রীত ও বিক্রীত পণ্যের ব্যয় যথাক্রমে ১১২০০ এবং ৯৮০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?

ক. ২৬,৬০০ খ. ২৬,০০০

গ. ২১,০০০ ঘ. ১৫,৪০০

৫৫. প্রারম্ভিক মজুত ৬০,০০০ ক্রীত পণ্যের ব্যয় ৩,০০,০০০ আন্তপরিবহন ৬,০০০ টাকা, বহিঃপরিবহন ১,০০০ টাকা, ক্রয়ফেরত ৮,০০০ টাকা, বিক্রয়ফেরত ১০, ০০০ টাকা, সমাপনী সাপ্লাইজ মজুত ৫,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ৫০,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?

ক. ২,৯৮,০০০ খ. ৩,১৮,০০০

গ. ৩,১৩,০০০ ঘ. ৩,০৮,০০০

আরও পড়ুন

৫৬. কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণী কাদের নিকট প্রেরণ করা বাধ্যতামূলক?

ক. অবলেখক খ. মার্চেন্ট ব্যাংক

গ. বাংলাদেশ ব্যাংক ঘ. নিবন্ধক ও শেয়ারমালিক

৫৭. করপূর্ব আয়ের ওপর ২০% হারে কর প্রদান করা হয়। কর প্রদানের পর নিট মুনাফা ৮,০০০ টাকা হলে করের পরিমাণ কত?

ক. ১,৬০০ টাকা খ. ২,০০০ টাকা

গ. ৮০০ টাকা ঘ. ১,০০০ টাকা

৫৮. ব্যবসার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করার জন্য নিরীক্ষককে যে অর্থ প্রদান করা হয়, তাকে কী বলে?

ক. বেতন খ. মজুরি

গ. নিরীক্ষা ফি ঘ. নিবন্ধন ফি

৫৯. বিদেশে পণ্য বিক্রয়ের জন্য বিক্রীত পণ্যের ওপর সরকারকে প্রদত্ত অর্থকে কী বলে?

ক. আমদানি শুল্ক খ. রপ্তানি শুল্ক

গ. ক্রয় শুল্ক ঘ. বিক্রয় শুল্ক

৬০. কোম্পানির অর্জিত মুনাফার ওপর সরকারকে বাধ্যতামূলকভাবে যে কর প্রদান করতে হয়, তাকে কী বলে?

ক. আয়কর খ. বিক্রয় কর

গ. পরোক্ষ কর ঘ. মূল্য সংযোজন কর

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৫১.ক ৫২.গ ৫৩.গ ৫৪.ক ৫৫.ঘ ৫৬.ঘ ৫৭.খ ৫৮.গ ৫৯.খ ৬০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন