এইচএসসি ২০২২ - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. মুহাম্মদ অর্থ কী?

ক. প্রশংসিত খ. অধিক প্রশংসিত

গ. প্রশংসাকারী ঘ. বিশ্বাসী

২. হজরত মুহাম্মদ (সা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?

ক. হাশেমি খ. উমাইয়া

গ. সাদ ঘ. তাইম

৩. কুরাইশ শব্দের অর্থ কী?

ক. মন্ত্রণাগৃহ খ. কাবার রক্ষক

গ. সওদাগর ঘ. বিশ্বাসী

৪. হিলফুল ফুজুল কত খ্রিষ্টাব্দে গঠিত হয়?

ক. ৫৯৫ খ. ৬১০

গ. ৬২২ ঘ. ৬২৪

৫. কোন পর্বতের গুহায় মহানবী (সা.)–এর নিকট ওহি নাজিল হয়?

ক. সাফা খ. হেরা

গ. মারওয়া ঘ. সওর

৬. হজরত মুহাম্মদ (সা.)–এর ওপর কত খ্রিষ্টাব্দে প্রথম ওহি নাজিল হয়?

ক. ৫৯৫ খ. ৬১০

গ. ৬১৫ ঘ. ৬২২

৭. মহানবী (সা.)–কে প্রথম ‘প্রতিশ্রুত নবী’ হিসেবে শনাক্ত করেন?

ক. বহিরা খ. ওরাকা

গ. উবায়দুল্লাহ ঘ. আবু জেহেল

৮. তাহিরা বা পবিত্র কার উপাধি ছিল?

ক. আমিনা খ. হালিমা

গ. খাদিজা (রা.) ঘ . ফাতিমা (রা.)

৯. মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের সময়ে সেখানকার রাজা কে ছিলেন?

ক. আবরাহা খ. নাজ্জাসি

গ. খসরু ঘ. গাসসানি

১০. মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়?

ক. আবিসিনিয়া খ. মদিনা

গ. তায়েফ ঘ. নজদ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.ক ৩.গ ৪.ক ৫.খ ৬.খ ৭.ক ৮.গ ৯.খ ১০.ক

শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা