বাংলাদেশ ও বিশ্বপরিচয় - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১. বাংলাদেশে মোট কত বর্গকিলোমিটার স্রোতজ বনভূমি রয়েছে?

ক. ৪,১৯২ বর্গকিলোমিটার

খ. ৪,২৯২ বর্গকিলোমিটার

গ. ৪,৪৯৫ বর্গকিলোমিটার

ঘ. ৪,৬৯১ বর্গকিলোমিটার

২. যথেষ্ট প্রাকৃতিক সম্পদ থাকলেও কখন তা কাজে লাগানো সম্ভব হয় না?

ক. যদি দক্ষ জনশক্তি না থাকে

খ. যদি জনসংখ্যার ভারসাম্য না থাকে

গ. যদি জনসংখ্যা বেশি থাকে

ঘ. যদি জনসংখ্যা কম থাকে

৩. মেঘনার শাখা নদী কোনটি?

ক. তিতাস খ. আত্রাই

গ. ধরলা ঘ. কাসালং

৪. মেঘনা নদীর উত্পত্তিস্থল কোথায়?

ক. মেঘালয় খ. সিকিম

গ. নাগা মণিপুর ঘ. পশ্চিমবঙ্গ

৫. টাঙ্গাইলের শালবনের বনভূমি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?

ক. বরেন্দ্র ভূমি

খ. মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি

গ. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

ঘ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

৬. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত?

ক. নাফ নদী খ. তিস্তা

গ. পশুর নদ ঘ. ফেনী নদী

৭. সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহের নাম কী?

ক. মেঘনা খ. তিতাস

গ. বরাক ঘ. কালনী

৮. কোন নদীটির উত্পত্তিস্থল লামার মাইভার পর্বতে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে?

ক. সাঙ্গু খ. নাফ

গ. মাতামুহুরী ঘ. মেঘনা

৯. বাংলাদেশের এমন একটি সম্পদ রয়েছে, যার অব্যবস্থাপনায় রাসায়নিকীকরণসহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সম্পদটি কী?

ক. বনজ খ. খনিজ

গ. পানি ঘ. মত্স্য

১০. বাংলাদেশের অংশে ব্রহ্মপুত্র নদের অববাহিকার আয়তন কত বর্গকিলোমিটার?

ক. ৪৩,০৪০ বর্গকিলোমিটার

খ. ৪৪,০৩০ বর্গকিলোমিটার

গ. ৪৫,০২০ বর্গকিলোমিটার

ঘ. ৫০,০৬০ বর্গকিলোমিটার

আরও পড়ুন

১১. জলবিদ্যুৎ কোন ধরনের শক্তি সম্পদ?

ক. নবায়নযোগ্য খ. আণবিক

গ. রাসায়নিক ঘ. পারমাণবিক

১২. সুন্দরবনে কোন গাছ প্রচুর জন্মে?

ক. সেগুন খ. গেওয়া

গ. শাল ঘ. বৈলাম

১৩. বাংলাদেশে মোট কতগুলো নদী আছে?

ক. ৪০০টি খ. ৫০০টি

গ. ৬০০টি ঘ. ৭০০টি

১৪. কর্ণফুলী নদী কোন শহরের খুব নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?

ক. ঢাকা খ. চট্টগ্রাম

গ. কুমিল্লা ঘ. পটুয়াখালী

১৫. যমুনা নদী সৃষ্টির কারণ কোনটি?

ক. ভূমিকম্প খ. বন্যা

গ. নদীভাঙন ঘ. বৃষ্টি

১৬. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত?

ক. ১০০ কিমি খ. ১১০ কিমি

গ. ১২০ কিমি ঘ. ১৩০ কিমি

১৭. পানিসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝো?

ক. পরিকল্পিত পানিপ্রবাহ

খ. পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহার

গ. পানির প্রবাহ নিশ্চিত করা

ঘ. সকলের জন্য পানির প্রাপ্যতা

১৮. গোমতী কোন নদীর উপনদী?

ক. পদ্মা খ. যমুনা

গ. মেঘনা ঘ. পশুর

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.ক ২.ক ৩.ক ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.গ ৯.গ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন