সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | ছবির রং : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

ছবির রং

১. ছবি আঁকার মৌলিক রংগুলো কী?

ক. হলুদ, নীল ও সবুজ

খ. হলুদ, নীল ও লাল

গ. লাল, হলুদ ও কমলা

ঘ. হলুদ, সবুজ ও বেগুনি

২. মৌলিক রংগুলো কী নামে পরিচিত?

ক. অবিমিশ্র রং খ. প্রাথমিক রং

গ. মাধ্যমিক রং ঘ. প্রাকৃতিক রং

৩. মৌলিক রংগুলো দিয়ে তৈরি রংকে কী বলা হয়?

ক. সাধারণ রং খ. যৌগিক রং

গ. মাধ্যমিক রং ঘ. প্রাথমিক রং

৪. শরত্কালের অন্যতম সেরা ফুল কী?

ক. বকুল ফুল খ. কচু ফুল

গ. কদম ফুল ঘ. কাশ ফুল

৫. হলুদ ও নীল রং মেশালে কী রং পাওয়া যায়?

ক. খয়েরি খ. কমলা

গ. বেগুনি ঘ. সবুজ

৬. বেগুনি রং কোন কোন রঙের মিশ্রণে গঠিত?

ক. লাল ও সবুজ খ. লাল ও হলুদ

গ. হলুদ ও নীল ঘ. লাল ও নীল

৭. লাল ও হলুদ মেশালে কী রং পাওয়া যায়?

ক. লাল খ. বেগুনি

গ. সবুজ ঘ. কমলা

৮. দ্বিতীয় পর্যায়ের রং কোনগুলো?

ক. হলুদ, নীল, বেগুনি

খ. লাল, কমলা, সবুজ

গ. সবুজ, কালো, লাল

ঘ. সবুজ, কমলা, বেগুনি

৯. সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কেন?

ক. মৌলিক রং মিলিয়ে মিশিয়ে পাওয়া যায় না বলে

খ. সবুজ ও লাল মিশিয়ে কালো রং পাওয়া সম্ভব বলে

গ. মৌলিক ও মাধ্যমিক রং মিশিয়ে কালো রং পাওয়া যায় বলে

ঘ. সাদা জমিনে পেনসিল বা কলম দিয়ে আঁঁকা যায় বলে

১০. মৌলিক রং মিশিয়ে কোন রং পাওয়া যায় না?

ক. সবুজ খ. হলুদ

গ. সাদা ঘ. লাল

সঠিক উত্তর

ছবির রং: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ঘ ৮.ঘ ৯.ক ১০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা