ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. ‘হ্যারি মার্কোইজ’-এর ‘পোর্টফোলিও’ তত্ত্ব কবে প্রণীত হয়েছিল?

ক. ১৯৫২ সালে খ. ১৯৭০ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৯১ সালে

২. আমেরিকার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয় কত সালে?

ক. ১৯১০ সালে খ. ১৯৩০ সালে

গ. ১৯৩৮ সালে ঘ. ১৯৪৪ সালে

৩. অর্থায়ন ও ব্যবসায় একে অন্যের কী?

ক. পরিপূরক খ. প্রতিপক্ষ

গ. সরবরাহকারী ঘ. স্থিতিস্থাপক

৪. আধুনিক অর্থসংস্থানের যাত্রা শুরু কবে?

ক. ১৯২০ এর দশকে

খ. ১৯৫০ এর দশকে

গ. ১৯৮০ এর দশকে

ঘ. ১৯৯০ এর দশকে

৫. শাব্দিক অর্থে ‘অর্থায়ন’ দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয়?

ক. অর্থ সঞ্চয় করা

খ. অর্থ ব্যয় করা

গ. অর্থ সংগ্রহ করা

ঘ. অর্থ বিনিয়োগ করা

আরও পড়ুন

৬. নিচের কোনটি অর্থায়নের বৈশিষ্ট্য নয়?

ক. আর্থিক পরিকল্পনা

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. ঝুঁকি আয় সমন্বয়

ঘ. ক্রেতা-আচরণ বিশ্লেষণ

৭. অর্থায়নের পরিধি মূলত কয়টি দিকে বিস্তৃত?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৮. অর্থায়নের বহুল প্রচলিত মৌলিক সিদ্ধান্ত কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৯. প্রখ্যাত লেখক অধ্যাপক জেমস সি ভ্যান হর্ন কোন তিনটি মৌলিক সিদ্ধান্তের কথা বলেছেন?

ক. উৎপাদন, ভোগ ও ব্যয় সিদ্ধান্ত

খ. সঞ্চয়, বিনিয়োগ ও প্রতিস্থাপন সিদ্ধান্ত

গ. বিনিয়োগ অর্থসংস্থান ও লভ্যাংশ সিদ্ধান্ত

ঘ. সামাজিক, আর্থিক ও মানবিক সিদ্ধান্ত

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন