জন্মহার ও জনসংখ্যার ঘনত্ব - ভূগোল ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৬১. জন্মহার কম দেখা যায় কোথায়?
ক. উন্নয়নশীল দেশে
খ. অনুন্নত দেশে
গ. গ্রামাঞ্চলে
ঘ. শহরে
৬২. জনমিতিক ট্রানজিশনাল মডেলে কী ব্যাখ্যা করা হয়?
ক. জন্মহার
খ. মৃত্যুহার
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. জন্মহার ও মৃত্যুহার
৬৩. জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে—
i. উর্বর কৃষিভূমি
ii. কর্মসংস্থানের সুযোগ
iii. ধর্মীয় সুযোগ-সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. যেসব অনুন্নত দেশে এখনো শিল্পের বিস্তৃতি ঘটেনি, বরং কৃষির প্রাধান্য রয়েছে, সেসব দেশ জনমিতিক উত্তরণ তত্ত্বের কোন স্তরে রয়েছে?
ক. উত্তরণপূর্ব খ. উত্তরণ–উত্তর
গ. উত্তরণ ঘ. নিম্নস্থিতি
৬৫. বাংলাদেশ বর্তমানে জনমিতিক ট্রানজিশনাল মডেলের কোন পর্যায়ে রয়েছে?
ক. ১ম পর্যায়ে খ. ২য় পর্যায়ে
গ. ৩য় পর্যায়ে ঘ. ৪র্থ পর্যায়ে
৬৬. বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি?
ক. চট্টগ্রাম খ. বান্দরবান
গ. ঢাকা ঘ. রাজশাহী
৬৭. ‘জনসংখ্যার ঘনত্ব’ নির্ণয়ের সূত্র কোনটি?
ক. দেশের মোট জনসংখ্যা মোট আয়তন
খ. দেশের মোট জনসংখ্যা + মোট এলাকা
গ. দেশের মোট এলাকা মোট জনসংখ্যা
ঘ. দেশের মোট এলাকা + মোট জনসংখ্যা
উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বিভা ট্রেনে চড়ে বাংলাদেশের রাজধানী শহর থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যায়। সেখানে শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করে।
৬৮. বিভার ভ্রমণকৃত অঞ্চলে জনসংখ্যার বণ্টন কোন ধরনের?
ক. সর্বাধিক ঘনবসতি
খ. অপেক্ষাকৃত কম ঘনবসতি
গ. পরিমিত বসতি
ঘ. বিরল বসতি
৬৯. উদ্দীপকে বিভার ভ্রমণকৃত অঞ্চলে বিরল বসতির কারণ—
i. বনভূমি ii. অর্থনৈতিক কাজ
iii. পরিবহন ও যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
৭০. জনসংখ্যার বণ্টনের প্রাকৃতিক প্রভাবক কোনটি?
ক. শ্রমিক খ. মূলধন
গ. পানি ঘ. বাজার
উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রতন তার বন্ধুর কাছ থেকে জানতে পারল বিশ্বের জনসংখ্যা দিন দিন পরিবর্তন হচ্ছে। আর এই জনসংখ্যা পরিবর্তনের পেছনে নিয়ামক হিসেবে কাজ করছে জন্ম, মৃত্যু ও অভিবাসন।
৭১. জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখছে কোনটি?
ক. উচ্চ জন্মহার খ. মৃত্যুহার
গ. বয়সকাঠামো ঘ. স্থূল মৃত্যুহার
৭২. উদ্দীপকের আলোকে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব দেখা যায়—
i. সামাজিক ক্ষেত্রে ii. অর্থনৈতিক ক্ষেত্রে
iii.রাজনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬১. ঘ ৬২. ঘ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. খ ৬৬. গ ৬৭. ক ৬৮. ঘ ৬৯. ক ৭০. গ ৭১. ক ৭২. ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা