সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | সাইবার নিরাপত্তা নীতিমালা

সপ্তম শ্রেণির পড়াশোনা

সাইবার নিরাপত্তা নীতিমালা

আমরা বানাব আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা:

সাইবার আক্রমণ থেকে ডেটা, কম্পিউটার, নেটওয়ার্ক এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশনকে সুরক্ষা দেওয়ার পদ্ধতিকে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা বলে। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি বা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকি, তখন অনেক ধরনের হুমকি আসে। কারণ, হ্যাকাররা বিভিন্ন উপায়ে সাইবার নিরাপত্তা লঙ্ঘন করে সিস্টেমে প্রবেশ করতে পারে।

সাইবার নিরাপত্তা নীতিমালা:

সাইবার আক্রমণ থেকে সুরক্ষা পেতে যে নিয়মকানুন মেনে চলা হয়, সেগুলোকে সাইবার নিরাপত্তা নীতিমালা বলে। যেমন আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে কখনো অন্যের বিষয়ে খারাপ মন্তব্য করব না, নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মুঠোফোনে বা ইন্টারনেটে কথা বলব না, অপরিচিত কারও কাছে নিজের বা পরিবারের ব্যক্তিগত তথ্য দেব না, নিজের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য কখনো শেয়ার করব না।

আরও পড়ুন

সাইবারে নিজেকে নিরাপদ রাখতে আমাদের কিছু নিরাপত্তা নীতিমালা ও নিয়মকানুন মেনে চলতে হয়। এখন আমরা সাইবারে নিজেকে নিরাপদ রাখতে যে নিয়মকানুন মেনে চলব, সেসব বিষয় নিয়ে নিচের নীতিমালাটি পূরণ করব। পূরণ শেষে বিদ্যালয়ের দেয়ালে রেখে দেব, যাতে সবাই এ সম্পর্কে সচেতন হতে পারে।

‘ক’ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সব শাখার সব শিক্ষার্থী শপথ করছি যে সাইবার নিরাপত্তায় আমরা নিচের কাজগুলো কখনোই করব না বা অন্যকে উত্সাহিত করব না।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন