সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ১ : প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি
সপ্তম শ্রেণির পড়াশোনা
প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি
১. ভাষায় মর্যাদার প্রকাশঃ
অপরের সাথে কথা বলার সময় ব্যক্তির ধরন ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। এ ক্ষেত্রে তিন ধরনের সর্বনাম-এর ব্যবহার দেখা যায়:
ক. সাধারণ সর্বনাম: আপন পরিবেশে মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধবের সঙ্গে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়।
খ. মানী সর্বনাম: সম্মানিত ব্যক্তি, বয়সে বড় আত্মীয়স্বজন, অপরিচিত লোকের সঙ্গে মানী সর্বনাম ব্যবহার করা হয়।
গ. ঘনিষ্ঠ সর্বনাম: কারও সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়।
প্রসঙ্গত যে মর্যাদা অনুযায়ী সর্বনামের সাথে ক্রিয়ার পরিবর্তন হয়।
২. মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগঃ
সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে লেখো।
আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে (তাঁকে) নিয়ে আমার বড় মামা জেলা সদরের হাসপাতালে গেল (গেলেন)। হাসপাতালের ডাক্তার বলেছিল (বলেছিলেন), কয়েক দিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা তিন–চার দিন হাসপাতালে ছিল (ছিলেন)। মা হাসপাতালে থেকে নানার সেবা করত (করতেন)। একদিন বিকেলে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি। জরুরি বিভাগের সামনে একটু পরপরই রোগী আসছে। আর সেখানকার ডাক্তার নার্স সেসব রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে (পড়ছেন)। বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছে (বলছেন), ‘তোমরা (আপনারা) এখানে ভিড় করবেন না।’
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা