সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ১ : প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি

১. পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ

ঘরে-বাইরে বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে যোগাযোগ রক্ষা করতে হয়। এই যোগাযোগের সময় ভাষায় মর্যাদার প্রকাশ পায়।

২. যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য

যেকোন ধরনের পরিস্থিতিতে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত। যেমন:

ক. ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা।

খ. উচ্চস্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা।

গ. অসম্মানজনক অঙ্গভঙ্গি না করা।

ঘ. অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া।

ঙ. প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা।

চ. কথোপকথনের সময় কতটা ব্যয় হচ্ছে, তা বিবেচনায় রাখা।

ছ. চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা।

জ. ব্যক্তিগত প্রশ্ন না করা।

ঝ. সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা।

ঞ. স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন