বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মাসি-পিসি

১০. কৈলাশ ব্যস্ত ছিল কেন?

ক. ধানের আঁটি বাঁধায়

খ. নৌকাটি খুলে দিতে

গ. বাহকের মাথায় খড় চাপাতে

ঘ. নিজে খড় বহন করতে

১১. মাসি বিরক্ত হয় কেন?

ক. পিসির আচরণে

খ. কৈলাশের গড়িমসিতে

গ. বাহকের কথায়

ঘ. জগুর কথা শুনে

১২. ফিকির বলতে কী বোঝায়?

ক. কৌশল খ. উদ্দেশ্য

গ. ফাঁকিবাজ ঘ. ফকির

১৩. বুড়ো রহমান কার মাথায় খড় চাপিয়ে যায়?

ক. বাহকদের খ. কৈলাশের

গ. জগুর ঘ. যুবকটির

আরও পড়ুন

১৪. মাসি-পিসি জলে কী ভিজিয়ে রাখে?

ক. কাঁথাকম্বল খ. পুরোনো বালিশ

গ. ছেঁড়া কাপড় ঘ. কাঁথা-বালিশ

১৫. ‘মাসি-পিসি’ গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে কোনটি?

ক. মাসি-পিসির কর্মদক্ষতা

খ. তাদের বুদ্ধিদীপ্ত চেতনা

গ. মাসি-পিসির সরলতা

ঘ. মাতৃত্বের মহিমা

উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পিতৃমাতৃহীন মিতু স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চলে আসে ফুপুর কাছে। গ্রামের উঠতি যুবকের দৃষ্টি পড়ে মিতুর ওপর। কিন্তু ফুপু সব প্রতিবন্ধকতা কাটিয়ে মিতুকে লালসা-উন্মত্ত লোকদের হাত থেকে আগলে রাখেন।

১৬. উদ্দীপকের মিতু তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক. মাতিলদা খ. আহ্লাদি

গ. দিগম্বরী ঘ. কল্যাণী

১৭. উদ্দীপকের ফুপুর মধ্যে মাসি-পিসি চরিত্রের যে দিকটি ইঙ্গিতবহ হয়েছে—

i. মমত্ববোধ

ii. দায়িত্ববোধ

iii. আত্মসচেতন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

মাসি-পিসি: ১০.গ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন