এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | সমাস : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সমাস

১১. দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়?

ক. দ্বন্দ্ব সমাসের খ. কর্মধারয় সমাসের

গ. তত্পুরুষ সমাসের ঘ. বহুব্রীহি সমাসের

১২. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?

ক. তত্পুরুষ খ. দ্বন্দ্ব

গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব

১৩. প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?

ক. নিত্য সমাস খ. দ্বন্দ্ব সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. তত্পুরুষ সমাস

১৪. ‘জমা-খরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. জমা খরচ খ. জমাকে খরচ

গ. জমা হতে খরচ ঘ. জমা ও খরচ

১৫. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

ক. অলুক খ. নিত্য

গ. প্রাদি ঘ. উপপদ

১৬. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?

ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি

গ. তত্পুরুষ ঘ. কর্মধারয়

১৭. কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?

ক. অন্যপদ খ. উভয় পদ

গ. পূর্বপদ ঘ. পরপদ

১৮. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কোন সমাস হয়?

ক. দ্বিগু খ. কর্মধারয়

গ. দ্বন্দ্ব ঘ. তত্পুরুষ

১৯. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?

ক. দ্বিগু সমাস খ. প্রাদি সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস

২০. মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান কীর্তি যার খ. মহা যে কীর্তি

গ. মহতী যে কীর্তি ঘ. মহান যে কীর্তি

সঠিক উত্তর

সমাস: ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶