এসএসসি ২০২৪ - জীববিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১. উদ্ভিদের কতটি অজৈব উপাদান শনাক্ত করা সম্ভব হয়েছে?

ক. প্রায় ৪০টি খ. প্রায় ৫০টি

গ. প্রায় ৬০টি ঘ. প্রায় ৭০টি

২. কোনটি উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে?

ক. ম্যাক্রো উপাদান

খ. মাইক্রো উপাদান

গ. শ্বেতসার

ঘ. গ্লাইকোজেন

৩. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কয়টি অজৈব উপাদান একান্ত প্রয়োজনীয়?

ক. ৬টি খ. ৭টি

গ. ৮টি ঘ. ১৬টি

৪. কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান?

ক. কার্বন খ. সালফার

গ. ফসফরাস ঘ. তামা

৫. উদ্ভিদ নিচের কোনটি বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে?

ক. কার্বন

খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন

ঘ. সালফার

আরও পড়ুন

৬. উদ্ভিদ নিচের কোন উপাদানটি আয়ন হিসেবে মাটি থেকে শোষণ করে?

ক. Mg++ খ. C

গ. H ঘ. O

৭. কোন মৌলটি ক্লোরোফিল অণুর একটি উপাদান?

ক. Cl খ. C

গ. Mg ঘ. O2

৮. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কোনটির গুরুত্ব অপরিসীম?

ক. কার্বন ডাই-অক্সাইড

খ. অক্সিজেন

গ. পটাশিয়াম

ঘ. ম্যাগনেশিয়াম

৯. উদ্ভিদের মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ক. সালফার খ. ম্যাগনেশিয়াম

গ. পটাশিয়াম ঘ. ফসফরাস

১০. উদ্ভিদ কর্তৃক পানি থেকে গৃহীত পুষ্টি উপাদান—

i. নাইট্রোজেন

ii. হাইড্রোজেন

iii. অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.গ ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.গ ৮.গ ৯.ঘ ১০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন