পঞ্চম শ্রেণি – বাংলা | মাটির নিচে যে শহর : প্রশ্নোত্তর (৫-৬)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মাটির নিচে যে শহর

৫। প্রশ্ন: উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কীভাবে মানুষের নজরে এল?

উত্তর: বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী-বটেশ্বর। উয়ারী ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামের মানুষেরা বিভিন্ন সময়ে মাটি খনন করতে গিয়ে প্রায়ই পেত রৌপ্যমুদ্রা, প্রাচীন শহরের রাস্তা-গলি-বন্দরের পোড়ামাটি, মূল্যবান পাথর ও কাচের পুঁতি।

উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রথম মানুষের সামনে পরিচিত করেন স্থানীয় স্কুলশিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান ও তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠান। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান প্রত্নতাত্ত্বিক এই এলাকাকে বিশেষভাবে পরিচিত করেন। এভাবেই উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মানুষের নজরে আসে।

৬। প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো, আর এখন কোথায়?

উত্তর: ব্রহ্মপুত্র নদ প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত হতো। এখন নরসিংদী ও ভৈরবের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ প্রশ্নোত্তর (৩-৪)