পঞ্চম শ্রেণি – বাংলা | মাটির নিচে যে শহর : প্রশ্নোত্তর (৩-৪)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মাটির নিচে যে শহর

৩। প্রশ্ন: প্রত্নতাত্ত্বিক নির্দশন বলতে কী বোঝ? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে যা জান লেখো।

উত্তর: ‘প্রত্ন’ শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এ-সম্পর্কিত যে তত্ত্ব তা-ই হচ্ছে প্রত্নতত্ত্ব। আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গয়না, ধাতব অস্ত্র ইত্যাদি।

বাংলাদেশে বেশ কয়েকটি স্থানে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। সেগুলো হলো মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর ও উয়ারী-বটেশ্বর।

মহাস্থানগড়: বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে বগুড়ার মহাস্থানগড় অন্যতম। প্রাচীন যুগের বহু নিদর্শন এখানে রয়েছে। বিভিন্ন সময় খনন করে এখান থেকে মূর্তি, শিলালিপি, ঘরবাড়ি ও মুদ্রা পাওয়া গেছে।

ময়নামতি: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ী এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে বিদ্যমান বৌদ্ধ বিহারটি নির্মিত হয় অষ্টম শতাব্দীতে। এখানে বৌদ্ধ সভ্যতা ও হিন্দুধর্মের বহু নিদর্শন পাওয়া গেছে। আবিষ্কৃত এসব নিদর্শনের মধ্যে রয়েছে অসংখ্য রৌপ্যমুদ্রা, ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ফলক, মৃত্পাত্রসহ আরও অনেক কিছু।

পাহাড়পুর: প্রচীন হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অন্যতম নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর নামক গ্রামে অবস্থিত। এখানে পোড়ামাটির ফলকের নানা নিদর্শন পাওয়া গেছে।

উয়ারী-বটেশ্বর: বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী-বটেশ্বর। এখানে প্রায় আড়াই হাজার বছরের পুরোনো নগরসভ্যতা আবিষ্কৃত হয়েছে। এখানে মাটি খনন করে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।

৪। প্রশ্ন: উয়ারী-বটেশ্বর এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এই এলাকার প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পেছনে কী কারণ, তা লেখো।

উত্তর: উয়ারী-বটেশ্বর এলাকাটি বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত।

ভূমিকম্প, বন্যা, প্লাবন প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে নদীপােরর জমি, ঘরবাড়ি, গ্রাম আর রাস্তাঘাট প্রতিনিয়ত ভাঙছে। আবার অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে। শত শত বছর আগে থেকেই এভাবে চলে আসা ভাঙা-গড়ায় মাটিচাপা পড়ে যায় জনপদ। উয়ারী-বটেশ্বর তেমনিভাবে মাটির নিচে পড়ে থাকা একটি জনপদ, যেখানে পাওয়া গেছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কারণেই এ এলাকাটি প্রত্নতাত্ত্বিক একটি অঞ্চলে পরিণত হয়েছে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ প্রশ্নোত্তর (১-২)প্রশ্নোত্তর (৫-৬) ▶