ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১৯. ‘The Human Side of Enterprise’ বইটি কার লেখা?

ক. ডগলাস ম্যাকগ্রেগর

খ. এলটন মেয়ো

গ. জি আর টেরি

ঘ. লুথার গুলিক

২০. ‘X ও Y’ তত্ত্ব কে প্রবর্তন করেন?

ক. হেনরি ফেয়ল

খ. টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন

গ. ডগলাস ম্যাকগ্রেগর

ঘ. আইরিচ এবং কুঞ্জ

২১. বাংলাদেশের ব্যবস্থাপনা পেশার মান উন্নয়নে সরাসরি কোন প্রতিষ্ঠান কাজ করে?

ক. NIPA খ. BIM

গ. NAEM ঘ. BSLIC

২২. কোনটি কর্মী ব্যবস্থাপনার উন্নত রূপ?

ক. মানবসম্পদ ব্যবস্থাপনা

খ. শ্রম ব্যবস্থাপনা

গ. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা

ঘ. কারখানা ব্যবস্থাপনা

২৩. কম্পিউটারের আবিষ্কারক কে?

ক. বিল গেটস খ. ওয়ারেন বাফেট

গ. জেমস ওয়াট ঘ. চার্লস ব্যাবেজ

আরও পড়ুন

২৪. নিম্নস্তরের ব্যবস্থাপকদের মধ্যে পড়ে—

i. ফোরম্যান

ii. সুপারভাইজার

iii. বিভাগীয় ব্যবস্থাপক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. নিচের কোনটি ব্যবস্থাপনার সর্বজনীন উদ্দেশ্য?

ক. উন্নত মানের পণ্য সরবরাহ

খ. উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন

গ. সম্পদের সর্বোচ্চ ব্যবহার

ঘ. জীবনযাত্রার মান উন্নয়ন

২৬. নিচের কোনটি সরাসরি ব্যবস্থাপনার কার্যাবলিবহির্ভূত?

ক. গবেষণা খ. সমন্বয়সাধন

গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ

২৭. ব্যবস্থাপনার মধ্যস্তরের ব্যবস্থাপক হলো—

i. মহাব্যবস্থাপক

ii. আঞ্চলিক ব্যবস্থাপক

iii. কারখানা ব্যবস্থাপক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৯.ক ২০.গ ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.গ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন