দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

৪১. ২৫ মার্চকে কালরাত্রি বলা হয় কেন?

ক. ইয়াহিয়া খান কাজ অসমাপ্ত রেখে ঢাকা ত্যাগ করেছেন বলে

খ. সেদিন অমাবস্যা ছিল বলে

গ. ঘুমন্ত মানুষের ওপর মধ্যরাতে অমানবিক আক্রমণ করা হয়েছে বলে

ঘ. হত্যার নীলনকশা তৈরির জন্য

৪২. ‘অপারেশন সার্চলাইট’ পরিচালিত হয়েছিল কবে?

ক. ৭ মার্চ খ. ২৫ মার্চ

গ. ২৬ মার্চ ঘ. ১০ এপ্রিল

৪৩. মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়?

ক. ৪ এপ্রিল খ. ৮ এপ্রিল

গ. ১০ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল

৪৪. মুজিবনগরের পূর্বনাম কী ছিল?

ক. মেহেরনগর খ. মেহেরপুর

গ. কুষ্টিয়া ঘ. বৈদ্যনাথতলা

৪৫. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল ১৯৭১ সালের কত তারিখে?

ক. ১০ এপ্রিল খ. ১৫ এপ্রিল

গ. ১৬ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল

৪৬. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. তাজউদ্দীন আহমদ

গ. এ এইচ এম কামারুজ্জামান

ঘ. এম মনসুর আলী

৪৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. তাজউদ্দীন আহমদ

খ. ক্যাপ্টেন এম মনসুর আলী

গ. খন্দকার মোশতাক

ঘ. এ কে খন্দকার

৪৮. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ কতজন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৪৯. মুজিবনগর সরকারের ডেপুটি চিফ অব স্টাফ কে ছিলেন?

ক. আব্দুর রহমান

খ. খন্দকার মোশতাক আহমেদ

গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

ঘ. সৈয়দ নজরুল ইসলাম

৫০. মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করা নারী—

i. সুফিয়া কামাল

ii. তারামন বিবি

iii. ডাক্তার সিতারা বেগম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৪১.গ ৪২.খ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.খ ৪৯.গ ৫০.গ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)