এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. শিক্ষা কিসের সঙ্গে তুলনীয়?

ক. পানি খ. গাড়ি

গ. আলো ঘ. বাতাস

২২. সামাজিক নিরাপত্তার ইংরেজি কী?

ক. Society Security

খ. Society Save

গ. Social Security

ঘ. Social Save

২৩. খাদ্য মানুষকে সক্ষম করে তোলে—

i. দৈহিকভাবে

ii. মানসিক বিকাশে

iii. বৃদ্ধিবৃত্তিক বিকাশে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. স্বাস্থ্য বলতে বোঝায়—

i. শারীরিক সুস্থতা

ii. অভ্যন্তরীণ সুস্থতা

iii. মানসিক সুস্থতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ থেকে ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রিপন ও শিপন দুই ভাই। ফুটপাতেই তাদের আবাস। তারা স্কুলে যায় না। রাতে তারা ফুটপাতেই ঘুমায়।

২৫. উদ্দীপকে রিপন ও শিপন কোনটি থেকে বঞ্চিত?

ক. ভালোবাসা খ. বাসস্থান

গ. খাদ্য ঘ. মৌলিক অধিকার

২৬. তাদের অবস্থা পরিবর্তনে সরকারের করণীয় কী হতে পারে?

ক. স্কুল প্রতিষ্ঠা

খ. ভাতা প্রদান

গ. মৌলিক অধিকার নিশ্চিত করা

ঘ. পরিবারে ফেরত

২৭. উদ্দীপকে রিপন ও শিপন যেসব অধিকার থেকে বঞ্চিত—

i. বাসস্থান ii. শিক্ষা

iii. খাদ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি?

ক. পুষ্টিহীনতা খ. বস্তি সমস্যা

গ. অপরাধপ্রবণতা ঘ. নিরক্ষরতা

২৯. সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার যৌক্তিক কারণ কোনটি?

ক. খাদ্যদানে ব্যর্থতা

খ. ব্যক্তিগত ব্যর্থতা

গ. রাষ্ট্রের ব্যর্থতা

ঘ. চাহিদা পূরণে ব্যর্থতা

৩০. নিরক্ষরতার হাত ধরে কী বাড়ছে?

ক. অজ্ঞতা খ. হতাশা

গ. বিশৃঙ্খলা ঘ. দুর্নীতি

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.ক

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা