পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৩ - প্রশ্নোত্তর (২১-২৪)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. প্রশ্ন: কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে গ্লাসের বাইরের গায়ে পানি জমে কেন?

উত্তর: বায়ুতে সব সময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। এ জলীয় বাষ্প বরফ ঠান্ডা গ্লাসের বাইরের পৃষ্ঠে লেগে ঘনীভূত হয়ে পানিকণায় পরিণত হয়। এ জন্য গ্লাসের গায়ে পানি জমে।

২২. প্রশ্ন: পানিকে তাপ দেওয়া হলে কী হয়?

উত্তর: পানিকে তাপ দেওয়া হলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন

২৩. প্রশ্ন: খাদ্য পরিপাকে পানি কী হিসেবে কাজ করে?

উত্তর: খাদ্য পরিপাকে পানি মাধ্যম হিসেবে কাজ করে।

২৪. প্রশ্ন: জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে কী ঘটে?

উত্তর: জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা