সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - ‘কত কাল ধরে’ - লেখা নিয়ে মতামত

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

‘কত কাল ধরে’ একটি বিশ্লেষণমূলক লেখা। বর্ণনা করা বিশ্লেষণমূলক লেখার মূল উদ্দেশ্য নয়। বরং পরীক্ষা করা, তুলনা করা এবং মূল্যায়ন করা বিশ্লেষণমূলক লেখার মূল উদ্দেশ্য, যা আলোচ্য রচনায় প্রতিফলিত হয়েছে। বিশ্লেষণমূলক লেখার আরও ক্ষেত্র আছে। যেমন মতামতধর্মী যেকোনো লেখা, পাঠক প্রতিক্রিয়া, খেলার ওপর মতামত, সংবাদপত্রের সম্পাদকীয় লেখা, ছক-সারণি-ছবি সম্পর্কে মতামত ইত্যাদি।

আরও পড়ুন

তথ্য বিশ্লেষণ: ‘কত কাল ধরে’ রচনায় লেখক এ অঞ্চলের প্রাচীন যুগের সংস্কৃতির পরিচয় দিয়েছেন। তখনকার মানুষ কোন ধরনের খাবার খেত, নারী ও পুরুষ কোন ধরনের পোশাক ও অলংকার পরত, তাদের পছন্দ-অপছন্দের বিষয় কী ছিল, লেখক এগুলোর বিবরণ দিয়েছেন। এই বিবরণ দিতে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে হয়েছে।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন