এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | ধাতু : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
ধাতু
১. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
ক. যতি খ. ধাতু
গ. উক্তি ঘ. প্রকৃতি
২.ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়—কী কী?
ক. মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
খ. ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
গ. গম্ ও গঠ্ ধাতু
ঘ. স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
৩. বাংলা ভাষায় যে কয়টি ধাতুর সব কালের রূপ পাওয়া যায় না, তাদের কী বলে?
ক. ণিজন্ত ধাতু খ. অজ্ঞাতমূল ধাতু
গ. অসম্পূর্ণ ধাতু ঘ. প্রযোজক ধাতু
৪. ধাতু কত প্রকার?
ক. ছয় খ. পাঁচ
গ. চার ঘ. তিন
৫. মৌলিক ধাতু কাকে বলে?
ক. যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না
খ. যে ধাতু সংস্কৃত থেকে এসেছে
গ. যে ধাতু ‘আ’ প্রত্যয়যোগে গঠিত হয়
ঘ. যে ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে
৬. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক, সেগুলোকে বলা হয়—
ক. মৌলিক ধাতু খ. যৌগিক ধাতু
গ. সাধিত ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
৭. মৌলিক ধাতুর অপর নাম কী?
ক. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
খ. ণিজন্তু ধাতু
গ. নামধাতু
ঘ. প্রযোজক ধাতু
৮. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই শ্রেণিতে খ. চার শ্রেণিতে
গ. তিন শ্রেণিতে ঘ. পাঁচ শ্রেণিতে
৯. সাধিত ধাতু কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১০. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
ক. সাধিত ধাতু খ. বিদেশি ধাতু
গ. মৌলিক ধাতু ঘ. নাম ধাতু
সঠিক উত্তর
ধাতু: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.ক ৮.গ ৯.খ ১০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা