এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১১. শীতকালে বৃষ্টিপাত ও গ্রীষ্মকালে মেঘমুক্ত পরিষ্কার আকাশ কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য?

ক. নিরক্ষীয় খ. ভূমধ্যসাগরীয়

গ. মৌসুমি ঘ. মেরুদেশীয়

১২. বার্ষিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যাপক পার্থক্য দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে?

ক. ভূমধ্যসাগরীয় খ. মৌসুমি

গ. নিরক্ষীয় ঘ. মেরুদেশীয়

১৩. সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?

ক. নিরক্ষীয় অঞ্চল

খ. মৌসুমি জলবায়ু

গ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়

ঘ. ক্রান্তীয় মহাদেশীয়

১৪. বাংলাদেশ যে জলবায়ু দ্বারা প্রভাবিত—

i. উষ্ণ ও আর্দ্র

ii. ক্রান্তীয় মৌসুমি

iii. শুষ্ক ও চরমভাবাপন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তুষার তার মা–বাবাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গেল। বিকেলে সে বাইরে হাঁটতে বের হয়ে দেখল খুব গরম লাগছে। সে দেশ থেকে জেনে এসেছিল এখানকার বার্ষিক তাপমাত্রা ২২°-৩৪° ডিগ্রি সে.।

১৫. তুষার যে দেশে গিয়েছিল, সেটা কোন জলবায়ুর অন্তর্গত?

ক. মৌসুমি খ. ভূমধ্যসাগরীয়

গ. নিরক্ষীয় ঘ. মেরুদেশীয়

১৬. উদ্দীপকের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য—

i. সারা বছর অধিক বৃষ্টিপাত

ii. সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য কম

iii. সারা বছর আর্দ্র ঋতু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়?

ক. অক্সিজেন

খ. নাইট্রাস অক্সাইড

গ. মিথেন

ঘ. কার্বন মনো-অক্সাইড

১৮. মৌসুমি বায়ুর অন্তর্ভুক্ত দেশ কোনটি?

ক. মিয়ানমার খ. তুরস্ক

গ. লিবিয়া ঘ. মালয়েশিয়া

১৯. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়?

ক. রাজশাহীতে খ. সিলেটের লালখানে

গ. চট্টগ্রামে ঘ. বরিশালে

নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দেশটির জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত। বর্ষাকালে সর্বাধিক বৃষ্টিপাত হয়। শীতকালে প্রায় বৃষ্টিহীন থাকে।

২০. উক্ত জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশ কোনটি?

ক. ইতালি খ. যুক্তরাজ্য

গ. বাংলাদেশ ঘ. মালয়েশিয়া

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭.ক ১৮. ক ১৯. খ ২০. গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)