নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | নিমগাছ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

নিমগাছ

২১. নিমপাতা কোন রোগের মহৌষধ?

ক. চর্মের খ. দাঁতের

গ. পেটের ঘ. যকৃতের

২২. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক লাইন কোনটি?

ক. প্রথম লাইন খ. মাঝের লাইন

গ. শেষ লাইন ঘ. দ্বিতীয় লাইন

২৩. নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?

ক. ডাল খ. বাকল

গ. পাতা ঘ. ফুল

২৪. নিমের কোন অংশটি কাঁচাই খাওয়া হয়?

ক. ছাল খ. পাতা

গ. ডাল ঘ. শিকড়

২৫. নিমের পাতা কিসের সহযোগে ভাজা হয়?

ক. ঢ্যাঁড়সের খ. পটোলের

গ. বেগুনের ঘ. আলুর

২৬. মাটির ভেতর নিমগাছটির কী ছিল?

ক. কাণ্ড খ. শাখা

গ. পাতা ঘ. শিকড়

২৭. বাড়ির পেছনে স্তূপের মধ্যে কোন গাছটি দাঁড়িয়ে রইল?

ক. আমগাছ খ. জামগাছ

গ. নিসিন্দাগাছ ঘ. নিমগাছ

২৮. নিমগাছটির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?

ক. কবির খ. কবিরাজের

গ. গৃহকর্তার ঘ. লক্ষ্মী বউটির

২৯. নিমের হাওয়া ভালো কেন?

ক. জীবাণু ধ্বংস করে বলে

খ. সুগন্ধি বলে

গ. দুর্গন্ধ নেই বলে

ঘ. দখিনা বাতাস বলে

৩০. কিসের চারপাশে আবর্জনা জমে আছে?

ক. আমগাছের খ. জামগাছের

গ. নিসিন্দাগাছের ঘ. নিমগাছের

সঠিক উত্তর

নিমগাছ: ২১.ক ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ঘ ২৭.ঘ ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা