মেধাবীদের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ জেলার সাধারণ, মুক্তিযোদ্ধা পোষ্য, প্রতিবন্ধী কোটায় মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান করবে। এক্ষেত্রে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা কিছু শর্তসাপেক্ষে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির শর্তাবলি

  • বীর মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা–বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত ডিজিটাল সনদ/সার্টিফিকেটের সত্যায়িত কপির সাথে স্থানীয় পৌরসভা/ইউপি চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত পোষ্য সনদ দাখিল করতে হবে।

  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজকল্যাণ অধিদপ্তর হতে প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

আরও পড়ুন

জেনে রাখুন

  • নির্ধারিত ফরমে আবেদন করার শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৩ অফিস চলাকালীন সময়

  • আবেদন ফরম জেলা পরিষদ কার্যালয় ও সব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ওয়েবসাইট: zp.brahmanbaria.gov.bd

আরও পড়ুন